Contents
- 1 Primary assistant teacher Preliminary Exam 2010 Question & Answer (Code-Esamoti).
- 1.1 ১। The idiom ‘In black and white’ এর অর্থ —
- 1.2 ২। The idiom ‘At home’ এর অর্থ —
- 1.3 ৩। He said,”What a pity!” বাক্যটির সঠিক Indirect speech —
- 1.4 ৪। Salim said to me, “I was ill”. বাক্যটির সঠিক Indirect speech —
- 1.5 ৫। ‘My uncle looks after me’ বাক্যটির সঠিক Passive form —
- 1.6 ৬। ‘অনুগ্রহ‘ এর বিপরীতার্থক শব্দ —–
- 1.7 ৭। ‘অর্বাচীন‘ এর বিপরীতার্থক শব্দ —–
- 1.8 ৮। ‘চন্দ্র‘ এর সমার্থক শব্দ নয় —
- 1.9 ৯। ‘কেশ‘ এর সমার্থক শব্দ নয় —
- 1.10 ১০। ‘আকাশ‘ এর সমার্থক শব্দ নয় —
- 1.11 ১১। কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
- 1.12 ১২। ১, ৫, ১৩, ২৯, ৬১ —–ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- 1.13 ১৩। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
- 1.14 ১৪। নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
- 1.15 ১৫। সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়—
- 1.16 ১৬। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল —
- 1.17 ১৭। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় —
- 1.18 ১৮। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে —
- 1.19 ১৯। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
- 1.20 ২০। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
- 1.21 ২১। বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
- 1.22 ২২। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
- 1.23 ২৩। বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
- 1.24 ২৪। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
- 1.25 ২৫। কাজের একক —
- 1.26 ২৬। ‘I saw the boy crying’ বাক্যটির সঠিক Passive form —
- 1.27 ২৭। কোন বাক্যটি শুদ্ধ?
- 1.28 ২৮। কোনটি শুদ্ধ বাক্য?
- 1.29 ২৯। কোনটি শুদ্ধ বানান?
- 1.30 ৩০। কোনটি শুদ্ধ বানান?
- 1.31 ৩১। কোনটি শুদ্ধ বানান?
- 1.32 ৩২। কোনটি শুদ্ধ বানান?
- 1.33 ৩৩। কোনটি শুদ্ধ বানান?
- 1.34 ৩৪। “আজকে” নগদ কালকে ধার —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- 1.35 ৩৫। “প্রভাতে” উদিল রবি লোহিত বরণ —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- 1.36 ৩৬। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
- 1.37 ৩৭। নিচের কোনটি নিত্য সমাস?
- 1.38 ৩৮। ‘মনস্তাপ‘ এর সন্ধি বিচ্ছেদ —
- 1.39 ৩৯। ‘উল্লাস‘ এর সন্ধি বিচ্ছেদ —
- 1.40 ৪০। ‘ওরা কদম আলী‘ নাটকটির রচয়িতা কে?
- 1.41 ৪১। যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে —
- 1.42 ৪২। এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
- 1.43 ৪৩। তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
- 1.44 ৪৪। একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- 1.45 ৪৫। একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
- 1.46 ৪৬। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র —
- 1.47 ৪৭। মনিটরের কাজ হলো —
- 1.48 ৪৮। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
- 1.49 ৪৯। ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
- 1.50 ৫০। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
- 1.51 ৫১। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
- 1.52 ৫২। সুন্দরবন কোন ধরনের বন?
- 1.53 ৫৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
- 1.54 ৫৪। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
- 1.55 ৫৫। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে —
- 1.56 ৫৬। ‘True’ শব্দটির Noun হচ্ছে—–
- 1.57 ৫৭। ‘Study’ শব্দটির Adjective হচ্ছে—–
- 1.58 ৫৮। ‘You are not amenable——–reason’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
- 1.59 ৫৯। ‘He and I ——well’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
- 1.60 ৬০। ‘Utilize’ শব্দটির Synonym হচ্ছে—–
- 1.61 ৬১। ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে—–
- 1.62 ৬২। ‘Fly’ শব্দটির Noun হচ্ছে—–
- 1.63 ৬৩। ‘Comple’ শব্দটির Noun হচ্ছে—–
- 1.64 ৬৪। কোনটি শুদ্ধ বানান?
- 1.65 ৬৫। কোনটি শুদ্ধ বানান?
- 1.66 ৬৬। ‘দুদিনের খেলাঘর‘ উপন্যাসটির রচয়িতা কে?
- 1.67 ৬৭। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
- 1.68 ৬৮। ‘সুবচন নির্বাসনে‘ নাটকটির রচয়িতা কে?
- 1.69 ৬৯। প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
- 1.70 ৭০। ‘সোনাভান‘ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- 1.71 ৭১। এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
- 1.72 ৭২। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
- 1.73 ৭৩। ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
- 1.74 ৭৪। ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ঃ ৭ হবে?
- 1.75 ৭৫। ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
- 1.76 ৭৬। যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
- 1.77 ৭৭। a+1/a=3 হলে, a2+1/a2= কত ?
- 1.78 ৭৮। m-1/m=5 হলে,m3-1/m3= কত ?
- 1.79 ৭৯। x+y=5, xy=6 হলে x3+y3= কত ?
- 1.80 ৮০। x-1/x=4 হলে, x2+1/x2 = এর মান কত ?
Primary Assistant Teacher Preliminary Exam: Everything You Need to Know
Are you thinking about becoming a primary assistant teacher in Bangladesh? If so, you’ll need to pass the Primary Assistant Teacher Preliminary Exam. This exam is a crucial step in the process of becoming a primary assistant teacher, and it can be challenging to prepare for. In this article, we’ll discuss everything you need to know about the Primary Assistant Teacher Preliminary Exam, including the format, the syllabus, and the best ways to prepare.
Format of the Exam The Primary Assistant Teacher Preliminary Exam is a multiple-choice test that covers a wide range of subjects. The exam is divided into two parts: Part A and Part B. Part A consists of 100 multiple-choice questions on various subjects, including mathematics, English, general knowledge, and reasoning. Part B consists of 50 multiple-choice questions on pedagogy.
Syllabus The syllabus for the Primary Assistant Teacher Preliminary Exam is quite extensive. For Part A, the topics covered include mathematics, English, general knowledge, and reasoning. In mathematics, you’ll be tested on topics such as numbers, fractions, decimals, and percentages. In English, you’ll be tested on grammar, vocabulary, and comprehension. In general knowledge, you’ll be tested on current affairs, history, and geography. In reasoning, you’ll be tested on logical reasoning, critical thinking, and problem-solving. For Part B, the topics covered include pedagogy and teaching methods. You’ll be tested on your knowledge of teaching methodologies, classroom management, and child development.
Preparation The best way to prepare for the Primary Assistant Teacher Preliminary Exam is to study regularly and stay up-to-date with the latest developments in the field of primary education. You should start by reviewing the syllabus and identifying the areas where you need to focus your studies. It’s also a good idea to take practice tests to get a feel for the format of the exam and to identify any areas where you need to improve. Additionally, you can use online resources, like study guides and flashcards, to supplement your studies.
In conclusion, the Primary Assistant Teacher Preliminary Exam is a crucial step in the process of becoming a primary assistant teacher in Bangladesh. With the right preparation and study habits, you can pass the exam and take the first step towards a career in primary education.
Primary assistant teacher Preliminary Exam 2010 Question & Answer (Code-Esamoti).
১। The idiom ‘In black and white’ এর অর্থ —
(ক) Thmporary
(খ) False
(গ) Verbally
(ঘ) In writing
উত্তরঃ ঘ। In writing
২। The idiom ‘At home’ এর অর্থ —
(ক) Familiar with
(খ) Home made of bricks
(গ) Try to make a home
(ঘ) One who has lost home
উত্তরঃ ক। Familiar with
৩। He said,”What a pity!” বাক্যটির সঠিক Indirect speech —
(ক) He said that it was a great pity
(খ) He exclaimed that it was a great pity
(গ) He exclaimed that it is a great pity
(ঘ) The exclaimed that it was a great pity
উত্তরঃ খ। He exclaimed that it was a great pity
৪। Salim said to me, “I was ill”. বাক্যটির সঠিক Indirect speech —
(ক) Salim told me that he had been ill
(খ) Salim said to me that he was ill
(গ) Salim told me that I had been ill
(ঘ) Salim told me that he has been ill
উত্তরঃ ক। Salim told me that he had been ill
৫। ‘My uncle looks after me’ বাক্যটির সঠিক Passive form —
(ক) I was looked after by my uncle
(খ) I am look after by my uncle
(গ) I am being looked after by my uncle
(ঘ) I am looked after by my uncle
উত্তরঃ ঘ। I am looked after by my uncle
৬। ‘অনুগ্রহ‘ এর বিপরীতার্থক শব্দ —–
(ক) নিগ্রহ
(খ) দয়া
(গ) বাহির
(ঘ) স্বাধীন
উত্তরঃ ক। নিগ্রহ
৭। ‘অর্বাচীন‘ এর বিপরীতার্থক শব্দ —–
(ক) তরুণ
(খ) অচেনা
(গ) নবীন
(ঘ) প্রাচীন
উত্তরঃ ঘ। প্রাচীন
৮। ‘চন্দ্র‘ এর সমার্থক শব্দ নয় —
(ক) চাঁদ
(খ) নিশাকর
(গ) অদ্রি
(ঘ) হিমকর
উত্তরঃ গ। অদ্রি
৯। ‘কেশ‘ এর সমার্থক শব্দ নয় —
(ক) কুন্তল
(খ) ললাট
(গ) চুল
(ঘ) অলক
উত্তরঃ খ। ললাট
১০। ‘আকাশ‘ এর সমার্থক শব্দ নয় —
(ক) গগন
(খ) অন্তরীক্ষ
(গ) অম্বর
(ঘ) ভুবন
উত্তরঃ ঘ। ভুবন
১১। কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
(ক) ৩৫
(খ) ৪৮
(গ) ৬০
(ঘ) ৬৫
উত্তরঃ ক। ৩৫
১২। ১, ৫, ১৩, ২৯, ৬১ —–ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৭৬
(খ) ১০২
(গ) ১০৬
(ঘ) ১২৫
উত্তরঃ ঘ। ১২৫
১৩। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
(ক) ১/৩
(খ) ২/৭
(গ) ৫/২১
(ঘ) ৩/৬
উত্তরঃ গ। ৫/২১
১৪। নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
(ক) ১/২৫
(খ) ১/১৯
(গ) ১/১৫
(ঘ) ১/১২
উত্তরঃ ঘ। ১/১২
১৫। সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়—
(ক) পরস্পর সমান
(খ) পরস্পর সমান্তরাল
(গ) পরস্পরের উপর লম্ব
(ঘ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
উত্তরঃ ক। পরস্পর সমান
১৬। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল —
(ক) আরও ডুববে
(খ) ভাসবে
(গ) একই থাকবে
(ঘ) ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর
উত্তরঃ ক। আরও ডুববে
১৭। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় —
(ক) বিষুবরেখা
(খ) সুমেরু
(গ) কুমেরু
(ঘ) দ্রাঘিমা রেখা
উত্তরঃ গ। কুমেরু
১৮। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে —
(ক) মৌসুমী বায়ুর প্রভাবে
(খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
(গ) স্থলবায়ুর প্রভাবে
(ঘ) আয়ন বায়ুর প্রভাবে
উত্তরঃ খ। সামুদ্রিক বায়ুর প্রভাবে
১৯। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
(ক) চারটি
(খ) তিনটি
(গ) দুইটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ ক। চারটি
২০। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
(ক) সিলেট
(খ) রাঙামাটি
(গ) রংপুর
(ঘ) কুমিল্লা
উত্তরঃ ক। সিলেট
২১। বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
(ক) রাষ্ট্রপতির কাছে
(খ) জনগণের কাছে
(গ) প্রধানমন্ত্রীর কাছে
(ঘ) জাতীয় সংসদের কাছে
উত্তরঃ ঘ। জাতীয় সংসদের কাছে
২২। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
(ক) স্পীকার
(খ) রাষ্ট্রপতি
(গ) প্রধান বিচারপতি
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ খ। রাষ্ট্রপতি
২৩। বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
(ক) আব্দুর রহমান
(খ) মোহাম্মদ ইদ্রিস
(গ) ব্রজেন দাস
(ঘ) এদের কেউই না
উত্তরঃ গ। ব্রজেন দাস
২৪। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
(ক) শূন্য হবে
(খ) কমবে
(গ) বাড়বে
(ঘ) পরিবর্তন হবে না
উত্তরঃ ক। শূন্য হবে
২৫। কাজের একক —
(ক) জুল
(খ) ওয়াট
(গ) নিউটন
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ ক। জুল
২৬। ‘I saw the boy crying’ বাক্যটির সঠিক Passive form —
(ক) The boy is seen crying by me
(খ) The boy cry was seen by me
(গ) The boy was seen crying by me
(ঘ) The boy crying was seen by me
উত্তরঃ গ। The boy was seen crying by me
২৭। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) I have read a poetry
(খ) I have read a piece of poetry
(গ) I saw his pulse
(ঘ) The man took his birth in 1968
উত্তরঃ খ। I have read a piece of poetry
২৮। কোনটি শুদ্ধ বাক্য?
(ক) Sohel is taller than I
(খ) We write with ink
(গ) Sohel is taller than me
(ঘ) I did not think it was her
উত্তরঃ ক। Sohel is taller than I
২৯। কোনটি শুদ্ধ বানান?
(ক) Sattellite
(খ) Sattelite
(গ) Satellite
(ঘ) Satelite
উত্তরঃ গ। Satellite
৩০। কোনটি শুদ্ধ বানান?
(ক) Greivance
(খ) Grievance
(গ) Griveance
(ঘ) Grieveance
উত্তরঃ খ। Grievance
৩১। কোনটি শুদ্ধ বানান?
(ক) মুমুর্ষু
(খ) মুমূর্ষু
(গ) মুমূর্ষু
(ঘ) মূমুর্ষু
উত্তরঃ গ। মুমূর্ষু
৩২। কোনটি শুদ্ধ বানান?
(ক) নিরহংকারী
(খ) নিরহংকার
(গ) নিরহংকারি
(ঘ) নিঃহংকারী
উত্তরঃ ক। নিরহংকারী
৩৩। কোনটি শুদ্ধ বানান?
(ক) বাল্মীকি
(খ) বাল্মীকী
(গ) বাল্মিকি
(ঘ) বাল্মিকী
উত্তরঃ ক। বাল্মীকি
৩৪। “আজকে” নগদ কালকে ধার —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে ২য়া
(খ) অধিকরণে ২য়া
(গ) কর্মে শূন্য
(ঘ) করণে ২য়া
উত্তরঃ খ। অধিকরণে ২য়া
৩৫। “প্রভাতে” উদিল রবি লোহিত বরণ —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী
(খ) অপাদানে ৭মী
(গ) করণে ৩য়া
(ঘ) কর্তায় ৭মী
উত্তরঃ ক। অধিকরণে ৭মী
৩৬। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
(ক) বেহুস
(খ) মুখে ভাত
(গ) খেচর
(ঘ) গায়ে হলুদ
উত্তরঃ খ। মুখে ভাত
৩৭। নিচের কোনটি নিত্য সমাস?
(ক) পঞ্চনদ
(খ) বেয়াদব
(গ) দেশান্তর
(ঘ) ভালমন্দ
উত্তরঃ গ। দেশান্তর
৩৮। ‘মনস্তাপ‘ এর সন্ধি বিচ্ছেদ —
(ক) মন + তাপ
(খ) মনস + তাপ
(গ) মনঃ + তাপ
(ঘ) মনো + তাপ
উত্তরঃ গ। মনঃ + তাপ
৩৯। ‘উল্লাস‘ এর সন্ধি বিচ্ছেদ —
(ক) উৎ + লাস
(খ) ঊৎ + লাস
(গ) উল + লাস
(ঘ) ঊল + লাস
উত্তরঃ ক। উৎ + লাস
৪০। ‘ওরা কদম আলী‘ নাটকটির রচয়িতা কে?
(ক) মমতাজ উদ্দিন আহমদ
(খ) মামুনুর রশীদ
(গ) ইব্রাহীম খলিল
(ঘ) ওবায়েদ উল হক
উত্তরঃ খ। মামুনুর রশীদ
৪১। যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে —
(ক) রম্বস
(খ) বর্গক্ষেত্র
(গ) আয়তক্ষেত্র
(ঘ) ট্রাপিজিয়াম
উত্তরঃ ক। রম্বস
৪২। এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
(ক) ৪০ টাকা
(খ) ৪২ টাকা
(গ) ৪৩ টাকা
(ঘ) ৪৭ টাকা
উত্তরঃ গ। ৪৩ টাকা
৪৩। তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
(ক) ৪৫ বছর
(খ) ৪৮ বছর
(গ) ৫০ বছর
(ঘ) ৫২ বছর
উত্তরঃ ঘ। ৫২ বছর
৪৪। একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ২০%
(খ) ১৫%
(গ) ১০%
(ঘ) ৫%
উত্তরঃ ক। ২০%
৪৫। একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
(ক) ৭২ পয়সা
(খ) ৮০ পয়সা
(গ) ৪০ পয়সা
(ঘ) ৫০ পয়সা
উত্তরঃ ঘ। ৫০ পয়সা
৪৬। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র —
(ক) সেক্সট্যান্ট
(খ) ম্যানোমিটার
(গ) ক্রেসকোগ্রাফ
(ঘ) সিসমোগ্রাফ
উত্তরঃ ঘ। সিসমোগ্রাফ
৪৭। মনিটরের কাজ হলো —
(ক) গাণিতিক সমাধান করা
(খ) লেখা ও ছবি দেখানো
(গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ খ। লেখা ও ছবি দেখানো
৪৮। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
(ক) সিরাজ শাহ
(খ) মোহসীন আলী
(গ) মজনু শাহ
(ঘ) জহির শাহ
উত্তরঃ গ। মজনু শাহ
৪৯। ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
(ক) ১৪৮৭ সালে
(খ) ১৩৮৭ সালে
(গ) ১৫৮৭ সালে
(ঘ) ১৬৮৭ সালে
উত্তরঃ ক। ১৪৮৭ সালে
৫০। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
(ক) সুলতান সিকান্দার শাহ
(খ) সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
(গ) নবাব সিরাজউদ্দৌলা
(ঘ) নবাব আলীবর্দী খাঁ
উত্তরঃ খ। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
৫১। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) লর্ড মিন্টো
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড ওয়াভেল
উত্তরঃ ক। লর্ড মাউন্টব্যাটেন
৫২। সুন্দরবন কোন ধরনের বন?
(ক) রেইন
(খ) কনিয়ার
(গ) ম্যানগ্রোভ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ। ম্যানগ্রোভ
৫৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
(ক) যমুনা
(খ) পদ্মা
(গ) সুরমা
(ঘ) মেঘনা
উত্তরঃ ঘ। মেঘনা
৫৪। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
(ক) হোয়াংহো
(খ) নীল
(গ) আমাজান
(ঘ) কঙ্গো
উত্তরঃ গ। আমাজান
৫৫। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে —
(ক) ২৫ ঘণ্টা
(খ) ২৮ ঘণ্টা
(গ) ২৫ বছর
(ঘ) ২৫ দিন
উত্তরঃ ঘ। ২৫ দিন
৫৬। ‘True’ শব্দটির Noun হচ্ছে—–
(ক) Truly
(খ) Truthful
(গ) Truthfulness
(ঘ) Truth
উত্তরঃ ঘ। Truth
৫৭। ‘Study’ শব্দটির Adjective হচ্ছে—–
(ক) Studious
(খ) Persevering
(গ) Stupidity
(ঘ) Study
উত্তরঃ ক। Studious
৫৮। ‘You are not amenable——–reason’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
(ক) from
(খ) of
(গ) to
(ঘ) into
উত্তরঃ গ। to
৫৯। ‘He and I ——well’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
(ক) are
(খ) is
(গ) was
(ঘ) am
উত্তরঃ ক। are
৬০। ‘Utilize’ শব্দটির Synonym হচ্ছে—–
(ক) Diseard
(খ) Employ
(গ) Discharge
(ঘ) Reject
উত্তরঃ খ। Employ
৬১। ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে—–
(ক) Crippled
(খ) Beautiful
(গ) Determine
(ঘ) Handsome
উত্তরঃ ক। Crippled
৬২। ‘Fly’ শব্দটির Noun হচ্ছে—–
(ক) Plight
(খ) Fleet
(গ) Flew
(ঘ) Flight
উত্তরঃ ঘ। Flight
৬৩। ‘Comple’ শব্দটির Noun হচ্ছে—–
(ক) Compelness
(খ) Compulsion
(গ) tranquil
(ঘ) Compelled
উত্তরঃ খ। Compulsion
৬৪। কোনটি শুদ্ধ বানান?
(ক) Tresspass
(খ) Tresspas
(গ) Trespass
(ঘ) Trespas
উত্তরঃ গ। Trespass
৬৫। কোনটি শুদ্ধ বানান?
(ক) Passenger
(খ) Pasanger
(গ) Pesanger
(ঘ) Pessanger
উত্তরঃ ক। Passenger
৬৬। ‘দুদিনের খেলাঘর‘ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) আকবর হোসেন
(খ) অন্নদাশঙ্কর রায়
(গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(ঘ) শওকত আলী
উত্তরঃ ক। আকবর হোসেন
৬৭। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) মানুষের মানচিত্র
(খ) নির্বাসিত নায়ক
(গ) নারিন্দা লেন
(ঘ) সাতনরী হার
উত্তরঃ ঘ। সাতনরী হার
৬৮। ‘সুবচন নির্বাসনে‘ নাটকটির রচয়িতা কে?
(ক) সেলিম আল দীন
(খ) আবদুল্লাহ আল মামুন
(গ) জিয়া হায়দার
(ঘ) আলাউদ্দীন আল আজাদ
উত্তরঃ খ। আবদুল্লাহ আল মামুন
৬৯। প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
(ক) আলালের ঘরের দুলাল
(খ) সীতারাম
(গ) চঞ্চলা
(ঘ) কুহেলিকা
উত্তরঃ ক। আলালের ঘরের দুলাল
৭০। ‘সোনাভান‘ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) সৈয়দ হামজা
(খ) আলাওল
(গ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
(ঘ) মীর মোহাম্মদ শফী
উত্তরঃ গ। শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
৭১। এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
(ক) ২০,০০০ টাকা
(খ) ১৫,০০০ টাকা
(গ) ১২,০০০ টাকা
(ঘ) ১০,০০০ টাকা
উত্তরঃ গ। ১২,০০০ টাকা
৭২। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
(ক) ২৫%
(খ) ২১.৫%
(গ) ২.৫%
(ঘ) ১.২৫%
উত্তরঃ ক। ২৫%
৭৩। ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
(ক) ৪৫ টাকা
(খ) ৬০ টাকা
(গ) ৯০ টাকা
(ঘ) ১৩৫ টাকা
উত্তরঃ খ। ৬০ টাকা
৭৪। ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ঃ ৭ হবে?
(ক) ৭০
(খ) ৮০
(গ) ৯০
(ঘ) ৯৮
উত্তরঃ খ। ৮০
৭৫। ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
(ক) ১/১৫
(খ) ১/১০
(গ) ২/১৫
(ঘ) ৩/১০
উত্তরঃ ঘ। ৩/১০
৭৬। যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
(ক) ১৫ দিন
(খ) ২০ দিন
(গ) ২৫ দিন
(ঘ) ৩০ দিন
উত্তরঃ ক। ১৫ দিন
৭৭। a+1/a=3 হলে, a2+1/a2= কত ?
(ক) 7
(খ) 9
(গ) 11
(ঘ) 13
উত্তরঃ ক। 7
৭৮। m-1/m=5 হলে,m3-1/m3= কত ?
(ক) 110
(খ) 130
(গ) 135
(ঘ) 140
উত্তরঃ ঘ। 140
৭৯। x+y=5, xy=6 হলে x3+y3= কত ?
(ক) 30
(খ) 35
(গ) 215
(ঘ) 215
উত্তরঃ খ। 35
৮০। x-1/x=4 হলে, x2+1/x2 = এর মান কত ?
(ক) 18
(খ) 16
(গ) 11
(ঘ) 16
উত্তরঃ ক। 18
Post Views: 2,522