Contents
- 1 Primary assistant teacher Preliminary Exam 2010 Question & Answer (Code-Korotoya).
- 1.1
- 1.2 ১। কোনটি শুদ্ধ বানান?
- 1.3 ২। কোনটি শুদ্ধ বানান?
- 1.4 ৩। ‘Hand’ শব্দটির Verb হচ্ছে—–
- 1.5 ৪। ‘Coward’ শব্দটির Adjective হচ্ছে—–
- 1.6 ৫। ‘Unstable’ শব্দটির Synonym হচ্ছে—–
- 1.7 ৬। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
- 1.8 ৭। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- 1.9 ৮। ঢাকা বিভাগে কয়টি জেলা?
- 1.10 ৯। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
- 1.11 ১০। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
- 1.12 ১১। ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
- 1.13 ১২। লালবাগের কেল্লা কে স্থাপন করেন?
- 1.14 ১৩। নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?
- 1.15 ১৪। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির —
- 1.16 ১৫। যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন —
- 1.17 ১৬। একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
- 1.18 ১৭। ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?
- 1.19 ১৮। একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
- 1.20 ১৯। ক ও খ–এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ–এর বেতন কত?
- 1.21 ২০। কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
- 1.22 ২১। ‘বিশ শতকের মেয়ে‘ উপন্যাসটির রচয়িতা কে?
- 1.23 ২২। শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
- 1.24 ২৩। ‘মহাকবি আলাওল‘ নাটকটির রচয়িতা কে?
- 1.25 ২৪। ‘বনি আদম‘ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- 1.26 ২৫। মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?
- 1.27 ২৬। ‘Opinion’ শব্দটির Synonym হচ্ছে—–
- 1.28 ২৭। ‘He is absorbed—–thought’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
- 1.29 ২৮। ‘Your conduct admits——-no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
- 1.30 ২৯। ‘Joy’ শব্দটির Adjective হচ্ছে—–
- 1.31 ৩০। ‘Refuse’ শব্দটির Noun হচ্ছে—–
- 1.32 ৩১। কোনটি শুদ্ধ বানান?
- 1.33 ৩২। কোনটি শুদ্ধ বানান?
- 1.34 ৩৩। কোন বাক্যটি শুদ্ধ?
- 1.35 ৩৪। কোন বাক্যটি শুদ্ধ?
- 1.36 ৩৫। ‘Does he speak English well?’ বাক্যটির সঠিক Passive form —
- 1.37 ৩৬। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানা হয় —
- 1.38 ৩৭। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে —
- 1.39 ৩৮। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
- 1.40 ৩৯। ) সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
- 1.41 ৪০। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
- 1.42 ৪১। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
- 1.43 ৪২। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং —
- 1.44 ৪৩। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় —
- 1.45 ৪৪। মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস —
- 1.46 ৪৫। একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
- 1.47 ৪৬। ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
- 1.48 ৪৭। টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
- 1.49 ৪৮। ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
- 1.50 ৪৯। পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
- 1.51 ৫০। বৃত্তস্থ সামন্তরিক একটি —
- 1.52 ৫১। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
- 1.53 ৫২। (০.০০৩)২ = কত?
- 1.54 ৫৩। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
- 1.55 ৫৪। কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
- 1.56 ৫৫। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
- 1.57 ৫৬। ‘যদ্যাপি‘এর সন্ধি বিচ্ছেদ—
- 1.58 ৫৭। ‘সংসার‘ এর সন্ধি বিচ্ছেদ—
- 1.59 ৫৮। নিচের কোনটি দ্বিগু সমাস?
- 1.60 ৫৯। নিচের কোনটি বহুব্রীহি সমাস?
- 1.61 ৬০। “বাড়ী” ঘুরে এস—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- 1.62 ৬১। “আমাদের” একটি গল্প বলুন—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- 1.63 ৬২। কোনটি শুদ্ধ বানান?
- 1.64 ৬৩। কোনটি শুদ্ধ বানান?
- 1.65 ৬৪। কোনটি শুদ্ধ বানান?
- 1.66 ৬৫। ‘All his pupils like him’ বাক্যটির সঠিক Passive form —
- 1.67 ৬৬। You said to me, ‘Would you help me, please?’ বাক্যটির সঠিক Indirect speech —
- 1.68 ৬৭। “Come in, my friend, said I” বাক্যটির সঠিক Indirect speech —
- 1.69 ৬৮। The idiom ‘Dead letter’ এর অর্থ —
- 1.70 ৬৯। The idiom ‘Bring to book’ এর অর্থ —
- 1.71 ৭০। ‘কিরণ‘ এর সমার্থক শব্দ নয় —
- 1.72 ৭১। ‘চক্ষু‘ এর সমার্থক শব্দ নয় —–
- 1.73 ৭২। ‘ঢেউ‘ এর সমার্থক শব্দ নয় —–
- 1.74 ৭৩। ‘চপল‘ এর বিপরীতার্থক শব্দ —
- 1.75 ৭৪। ‘উগ্র‘ এর বিপরীতার্থক শব্দ —
- 1.76 ৭৫। ৯, ১২, ১৮, ৩০, ৫৪ ——–ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- 1.77 ৭৬। x-1/x=4 হলে , x4+1/x4 = কত ?
- 1.78 ৭৭। p+1/p=4 হলে, p3+1/p3= কত ?
- 1.79 ৭৮। a=15 এবং b=5 হলে (a-b)2/(a-b)= কত ?
- 1.80 ৭৯। a+b=c হলে, a3+b3+3abc= কত ?
- 1.81 ৮০। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
Primary Assistant Teacher (PAT) is a role that is essential in the education system of Bangladesh. The PAT is responsible for assisting the teacher in the primary classroom and ensuring that the students are receiving a quality education. The position of PAT is a preliminary one and is considered a stepping stone towards becoming a fully qualified teacher.
The PAT is responsible for a variety of tasks, including planning and delivering lessons, assessing student progress, and providing support to the students. They are also responsible for maintaining a positive and safe learning environment for the students. In order to be considered for the PAT position, candidates must have at least a Higher Secondary School Certificate or equivalent, and pass a written test and an interview.
The PAT preliminary exam is a competitive process and is held by the National Academy for Primary Education (NAPE). The exam is divided into two parts: a written test and an oral test. The written test consists of multiple-choice questions on various subjects such as mathematics, English, science, and general knowledge. The oral test is a face-to-face interview with a panel of experts, where the candidate is assessed on their teaching skills, communication skills, and overall knowledge of the subject.
The written test is usually held in the month of January, while the oral test is usually held in the month of February. Candidates who pass the written test are eligible to take the oral test. The results of the PAT preliminary exam are usually published in the month of March. Those who pass the exam are eligible for appointment as a PAT.
The PAT position is an important one in the education system of Bangladesh, as it plays a crucial role in the development of the students and the overall quality of education. The PAT preliminary exam is a challenging process, but those who pass it will have the opportunity to make a positive impact on the lives of young students, and pave the way for a successful career in teaching.
Primary assistant teacher Preliminary Exam 2010 Question & Answer (Code-Korotoya).
১। কোনটি শুদ্ধ বানান?
(ক) Posesion
(খ) Posession
(গ) Possesion
(ঘ) Possession
উত্তরঃ ঘ। Possession
২। কোনটি শুদ্ধ বানান?
(ক) Commettee
(খ) Committe
(গ) Committee
(ঘ) Comittee
উত্তরঃ গ। Committee
৩। ‘Hand’ শব্দটির Verb হচ্ছে—–
(ক) Handle
(খ) Handly
(গ) Hand
(ঘ) Enhand
উত্তরঃ গ। Hand
৪। ‘Coward’ শব্দটির Adjective হচ্ছে—–
(ক) Cferocious
(খ) Coward
(গ) Cowardly
(ঘ) Cowardeous
উত্তরঃ গ। Cowardly
৫। ‘Unstable’ শব্দটির Synonym হচ্ছে—–
(ক) Constant
(খ) Changeable
(গ) Reliable
(ঘ) Steady
উত্তরঃ খ। Changeable
৬। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
(ক) করতোয়া
(খ) গড়াই
(গ) আত্রাই
(ঘ) মহানন্দা
উত্তরঃ ক। করতোয়া
৭। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
(ক) দিনাজপুর
(খ) লালমনিরহাট
(গ) রংপুর
(ঘ) কুড়িগ্রাম
উত্তরঃ খ। লালমনিরহাট
৮। ঢাকা বিভাগে কয়টি জেলা?
(ক) ১৪টি
(খ) ১৫টি
(গ) ১৩টি
(ঘ) ১২টি
উত্তরঃ গ। ১৩টি
৯। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
(ক) লন্ডন
(খ) মিউনিখ
(গ) মস্কো
(ঘ) প্যারিস
উত্তরঃ ঘ। প্যারিস
১০। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
(ক) ১৮৫৭ সালে
(খ) ১৭৫৭ সালে
(গ) ১৯৪৭ সালে
(ঘ) ১৮৪৭ সালে
উত্তরঃ ক। ১৮৫৭ সালে
১১। ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
(ক) অর্থনৈতিক
(খ) রাজনৈতিক
(গ) সামাজিক
(ঘ) সাংস্কৃতিক
উত্তরঃ খ। রাজনৈতিক
১২। লালবাগের কেল্লা কে স্থাপন করেন?
(ক) টিপু সুলতান
(খ) শাহ সুজা
(গ) শায়েস্তা খান
(ঘ) ইসলাম খান
উত্তরঃ গ। শায়েস্তা খান
১৩। নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?
(ক) মার্কোপোলো
(খ) ফা-হিয়েন
(গ) হিউয়েন সাং
(ঘ) ইবনে বতুতা
উত্তরঃ ঘ। ইবনে বতুতা
১৪। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির —
(ক) বিক্ষেপণ
(খ) প্রতিফলন
(গ) প্রতিসরণ
(ঘ) পোষণ
উত্তরঃ ক। বিক্ষেপণ
১৫। যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন —
(ক) কমে
(খ) বাড়ে
(গ) একই থাকে
(ঘ) অর্ধেক হয়ে যায়
উত্তরঃ খ। বাড়ে
১৬। একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
(ক) ১০০ জন
(খ) ১৫০ জন
(গ) ২০০ জন
(ঘ) ২৫০ জন
উত্তরঃ খ। ১৫০ জন
১৭। ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?
(ক) ৩ দিন
(খ) ৪ দিন
(গ) ৬ দিন
(ঘ) ১২ দিন
উত্তরঃ গ। ৬ দিন
১৮। একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
(ক) ৪ঃ ৯
(খ) ২ঃ ৩
(গ) ৪ঃ ৫
(ঘ) ৫ঃ ৬
উত্তরঃ ক। ৪ঃ ৯
১৯। ক ও খ–এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ–এর বেতন কত?
(ক) ১৬০০ টাকা
(খ) ১১০০ টাকা
(গ) ১০০০ টাকা
(ঘ) ৯০০ টাকা
উত্তরঃ গ। ১০০০ টাকা
২০। কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
(ক) ২৫ টাকা
(খ) ৫০ টাকা
(গ) ৭৫ টাকা
(ঘ) ১০০ টাকা
উত্তরঃ খ। ৫০ টাকা
২১। ‘বিশ শতকের মেয়ে‘ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) ড. নীলিমা ইব্রাহিম
(খ) আনিস চৌধুরী
(গ) আনোয়ার পাশা
(ঘ) শহীদুল্লা কায়সার
উত্তরঃ ক। ড. নীলিমা ইব্রাহিম
২২। শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) অনেক আকাশ
(খ) বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
(গ) স্বর্ণ গর্দভ
(ঘ) আশার বসতি
উত্তরঃ খ। বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
২৩। ‘মহাকবি আলাওল‘ নাটকটির রচয়িতা কে?
(ক) সিকানদার আবু জাফর
(খ) আনিস চৌধুরী
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) শওকত ওসমান
উত্তরঃ ক। সিকানদার আবু জাফর
২৪। ‘বনি আদম‘ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) শেখ ফজলুল করিম
(খ) ইসমাইল হোসেন সিরাজী
(গ) গোলাম মোস্তফা
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ। গোলাম মোস্তফা
২৫। মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?
(ক) রজনী
(খ) নববিধান
(গ) পদ্মরাগ
(ঘ) প্রেমের সমাধি
উত্তরঃ ঘ। প্রেমের সমাধি
২৬। ‘Opinion’ শব্দটির Synonym হচ্ছে—–
(ক) Fact
(খ) Knowledge
(গ) Misgiving
(ঘ) Belief
উত্তরঃ ঘ। Belief
২৭। ‘He is absorbed—–thought’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
(ক) to
(খ) in
(গ) at
(ঘ) for
উত্তরঃ খ। in
২৮। ‘Your conduct admits——-no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
(ক) of
(খ) at
(গ) for
(ঘ) from
উত্তরঃ ক। of
২৯। ‘Joy’ শব্দটির Adjective হচ্ছে—–
(ক) Enjoy
(খ) Jolly
(গ) Joyous
(ঘ) Joyfull
উত্তরঃ গ। Joyous
৩০। ‘Refuse’ শব্দটির Noun হচ্ছে—–
(ক) Refusement
(খ) Refuse
(গ) Refusing
(ঘ) Refusal
উত্তরঃ ঘ। Refusal
৩১। কোনটি শুদ্ধ বানান?
(ক) Examplary
(খ) Exemplery
(গ) Examplery
(ঘ) Exemplary
উত্তরঃ ঘ। Exemplary
৩২। কোনটি শুদ্ধ বানান?
(ক) Colarboration
(খ) Collarberation
(গ) Colaberation
(ঘ) Collaboration
উত্তরঃ ঘ। Collaboration
৩৩। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) I saw him write something.
(খ) I saw him writing something.
(গ) There is no place for doubt in it.
(ঘ) He is deaf for hearing.
উত্তরঃ খ। I saw him writing something.
৩৪। কোন বাক্যটি শুদ্ধ?
(ক) The horse and carriage are at the door
(খ) Time and tide wait for none
(গ) You are not dovoted to gamling
(ঘ) We get up in dawn
উত্তরঃ খ। Time and tide wait for none
৩৫। ‘Does he speak English well?’ বাক্যটির সঠিক Passive form —
(ক) Is English spoke well by him?
(খ) Is English spoken well to him?
(গ) Is English spoken well by him?
(ঘ) Was English spoken well by him?
উত্তরঃ গ। Is English spoken well by him?
৩৬। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানা হয় —
(ক) স্মৃতি অংশ
(খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
(গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
(ঘ) শক্ত ধাতব অংশ
উত্তরঃ গ। কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
৩৭। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে —
(ক) টেকের হাটে
(খ) রাণীগঞ্জে
(গ) বিয়ানীবাজারে
(ঘ) বিজয়পুরে
উত্তরঃ ঘ। বিজয়পুরে
৩৮। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
(ক) ৭
(খ) ৮
(গ) ১০
(ঘ) ১২
উত্তরঃ ক। ৭
৩৯। ) সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
(ক) দিল্লি
(খ) কাঠমান্ডু
(গ) ঢাকা
(ঘ) কলম্বো
উত্তরঃ খ। কাঠমান্ডু
৪০। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
(ক) ২৬ মার্চ
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ১৪ ডিসেম্বর
(ঘ) ২৪ এপ্রিল
উত্তরঃ গ। ১৪ ডিসেম্বর
৪১। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
(ক) ৯টি
(খ) ১৪টি
(গ) ১২টি
(ঘ) ১১টি
উত্তরঃ ঘ। ১১টি
৪২। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং —
(ক) কালো
(খ) সাদা
(গ) লাল
(ঘ) বেগুনি
উত্তরঃ খ। সাদা
৪৩। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় —
(ক) কঠিন পদার্থ
(খ) তরল পদার্থ
(গ) বায়বীয় পদার্থ
(ঘ) মিশ্র পদার্থ
উত্তরঃ গ। বায়বীয় পদার্থ
৪৪। মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস —
(ক) কমবে
(খ) বাড়বে
(গ) অপরিবর্তিত থাকবে
(ঘ) প্রথমে বাড়বে, পরে কমবে
উত্তরঃ ক। কমবে
৪৫। একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
(ক) ৭৫%
(খ) ৬০%
(গ) ৯০%
(ঘ) ৮০%
উত্তরঃ ঘ। ৮০%
৪৬। ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
(ক) ১৯৫ টাকা
(খ) ১৮০ টাকা
(গ) ৯০ টাকা
(ঘ) ৪৫ টাকা
উত্তরঃ ক। ১৯৫ টাকা
৪৭। টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
(ক) ৭টা
(খ) ৫টা
(গ) ৪টা
(ঘ) ৩টা
উত্তরঃ খ। ৫টা
৪৮। ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
উত্তরঃ গ। ৬
৪৯। পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
(ক) ২০ বছর
(খ) ৩০ বছর
(গ) ৪০ বছর
(ঘ) ৫০ বছর
উত্তরঃ ঘ। ৫০ বছর
৫০। বৃত্তস্থ সামন্তরিক একটি —
(ক) বর্গক্ষেত্র
(খ) ট্রাপিজিয়াম
(গ) রম্বস
(ঘ) আয়তক্ষেত্র
উত্তরঃ ঘ। আয়তক্ষেত্র
৫১। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
(ক) চারগুণ
(খ) তিনগুণ
(গ) দ্বিগুণ
(ঘ) পাঁচগুণ
উত্তরঃ ক। চারগুণ
৫২। (০.০০৩)২ = কত?
(ক) ০.০০৯
(খ) ০.০০০৯
(গ) ০.০০০০৯
(ঘ) ০.০০০০০৯
উত্তরঃ ঘ। ০.০০০০০৯
৫৩। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
(ক) ২/২০
(খ) ৩/৫
(গ) ৪/১৫
(ঘ) ৭/২৫
উত্তরঃ খ। ৩/৫
৫৪। কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
(ক) ১০ জন
(খ) ১১ জন
(গ) ১৩ জন
(ঘ) ১৪ জন
উত্তরঃ খ। ১১ জন
৫৫। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
(ক) রক্ত করবী
(খ) রানা প্রতাসিংহ
(গ) নবযৌবন
(ঘ) বসন্ত কুমারী
উত্তরঃ ক। রক্ত করবী
৫৬। ‘যদ্যাপি‘এর সন্ধি বিচ্ছেদ—
(ক) যদ + পি
(খ) যদি + অপি
(গ) যদ + অপি
(ঘ) যদ্য + অপি
উত্তরঃ খ। যদি + অপি
৫৭। ‘সংসার‘ এর সন্ধি বিচ্ছেদ—
(ক) সং + সার
(খ) সাং + সার
(গ) সম + সার
(ঘ) সম্ + সার
উত্তরঃ ঘ। সম্ + সার
৫৮। নিচের কোনটি দ্বিগু সমাস?
(ক) আপাদমস্তক
(খ) রুই কাতলা
(গ) একরোখা
(ঘ) সেতার
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
৫৯। নিচের কোনটি বহুব্রীহি সমাস?
(ক) কানাকানি
(খ) চালকুমড়া
(গ) ইহকাল
(ঘ) হাসিমুখ
উত্তরঃ ক। কানাকানি
৬০। “বাড়ী” ঘুরে এস—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ২য়া
(খ) করণে ৩য়া
(গ) অপাদানে ১মা
(ঘ) অধিকরণে ১মা
উত্তরঃ ঘ। অধিকরণে ১মা
৬১। “আমাদের” একটি গল্প বলুন—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ষষ্ঠী
(খ) কর্মে ২য়া
(গ) অপাদানে ৫মী
(ঘ) সম্প্রদানে ষষ্ঠী
উত্তরঃ ক। কর্মে ষষ্ঠী
৬২। কোনটি শুদ্ধ বানান?
(ক) অদ্যপি
(খ) অদ্যাপি
(গ) অদ্যপী
(ঘ) অদ্যাপী
উত্তরঃ খ। অদ্যাপি
৬৩। কোনটি শুদ্ধ বানান?
(ক) অভ্যন্তরীণ
(খ) অভ্যন্তরিণ
(গ) আভ্যন্তরীণ
(ঘ) অভ্যন্তরীন
উত্তরঃ ক। অভ্যন্তরীণ
৬৪। কোনটি শুদ্ধ বানান?
(ক) সদ্যজাত
(খ) সদেদআজাত
(গ) সদ্যোজাত
(ঘ) সদব্যজাত
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
৬৫। ‘All his pupils like him’ বাক্যটির সঠিক Passive form —
(ক) He was liked by all his pupils
(খ) He was like by all his pupils
(গ) He is being liked by all his pupils
(ঘ) He is liked by all his pupils
উত্তরঃ ঘ। He is liked by all his pupils
৬৬। You said to me, ‘Would you help me, please?’ বাক্যটির সঠিক Indirect speech —
(ক) You politely asked me if I would help you.
(খ) You politely asked me if I should help you.
(গ) You politely asked me I would help you.
(ঘ) You politely asked me if I would help you.
উত্তরঃ ক। You politely asked me if I would help you.
৬৭। “Come in, my friend, said I” বাক্যটির সঠিক Indirect speech —
(ক) Addressing him as my friend, he said him to go in
(খ) Addressing him as my friend, I told him to go in
(গ) Addressing him as my friend, I have said him to go in
(ঘ) Addressing him as my friend, I asked him to go in
উত্তরঃ খ। Addressing him as my friend, I told him to go in
৬৮। The idiom ‘Dead letter’ এর অর্থ —
(ক) Bad letter
(খ) Old letter
(গ) Law not in force
(ঘ) Letter written by unknown person
উত্তরঃ গ। Law not in force
৬৯। The idiom ‘Bring to book’ এর অর্থ —
(ক) Book written by famous writer
(খ) Valueless person
(গ) Book which are loss
(ঘ) Rebuke
উত্তরঃ ঘ। Rebuke
৭০। ‘কিরণ‘ এর সমার্থক শব্দ নয় —
(ক) রবি
(খ) রশ্মি
(গ) প্রভা
(ঘ) কর
উত্তরঃ ক। রবি
৭১। ‘চক্ষু‘ এর সমার্থক শব্দ নয় —–
(ক) নয়ন
(খ) লোচন
(গ) অক্ষি
(ঘ) সলিল
উত্তরঃ ঘ। সলিল
৭২। ‘ঢেউ‘ এর সমার্থক শব্দ নয় —–
(ক) তরঙ্গ
(খ) ঊর্মি
(গ) বারিধি
(ঘ) বীচি
উত্তরঃ গ। বারিধি
৭৩। ‘চপল‘ এর বিপরীতার্থক শব্দ —
(ক) স্তব্দ
(খ) ঠাণ্ডা
(গ) গম্ভীর
(ঘ) রাশভারী
উত্তরঃ গ। গম্ভীর
৭৪। ‘উগ্র‘ এর বিপরীতার্থক শব্দ —
(ক) মেজাজ
(খ) সৌম্য
(গ) চপল
(ঘ) বিজ্ঞ
উত্তরঃ খ। সৌম্য
৭৫। ৯, ১২, ১৮, ৩০, ৫৪ ——–ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ১৫২
(খ) ১০৬
(গ) ১০২
(ঘ) ৭৬
উত্তরঃ গ। ১০২
৭৬। x-1/x=4 হলে , x4+1/x4 = কত ?
(ক) 34
(খ) 32
(গ) 31
(ঘ) 30
উত্তরঃ ক। 34
৭৭। p+1/p=4 হলে, p3+1/p3= কত ?
(ক) 76
(খ) 70
(গ) 52
(ঘ) 47
উত্তরঃ গ। 52
৭৮। a=15 এবং b=5 হলে (a-b)2/(a-b)= কত ?
(ক) 30
(খ) 10
(গ) 15
(ঘ) 20
উত্তরঃ খ। 10
৭৯। a+b=c হলে, a3+b3+3abc= কত ?
(ক) a3
(খ) b2
(গ) c2
(ঘ) d3
উত্তরঃ ঘ। d3
৮০। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
(ক) বেগুনি ও হলুদ
(খ) লাল ও নীল
(গ) নীল ও সবুজ
(ঘ) বেগুনি ও লাল
উত্তরঃ ঘ। বেগুনি ও লাল
Post Views: 2,591