Primary Assistant Teacher Preliminary 2010 (Code-Titas)

Primary Assistant Teacher Preliminary 2010 (Code-Titas)

Contents

The Primary Assistant Teacher (PAT) preliminary exam for the year 2010 was a significant event for the education system of Bangladesh. The PAT is a crucial role in the primary education system, as they assist the main teacher in the classroom and ensure that students receive a quality education. The PAT position is considered a preliminary step towards becoming a fully qualified teacher.

The PAT preliminary exam for 2010 was held by the National Academy for Primary Education (NAPE). The exam consisted of two parts, a written test and an oral test. The written test consisted of multiple-choice questions on various subjects such as mathematics, English, science, and general knowledge. The oral test was a face-to-face interview with a panel of experts, where the candidate was assessed on their teaching skills, communication skills, and overall knowledge of the subject.

To be eligible for the PAT preliminary exam, candidates must have at least a Higher Secondary School Certificate or equivalent. The written test for the PAT preliminary exam was held in January 2010, while the oral test was held in February 2010. The results of the PAT preliminary exam for 2010 were published in March 2010. Those who passed the exam were eligible for appointment as a PAT.

The PAT position plays a crucial role in the education system of Bangladesh and is essential for the development of students and the overall quality of education. The PAT preliminary exam is a challenging process, but those who pass it have the opportunity to make a positive impact on the lives of young students and pave the way for a successful career in teaching.

In conclusion, the PAT preliminary exam for 2010 was a significant event for the education system of Bangladesh. It provided an opportunity for individuals to become a primary assistant teacher and to contribute to the development of the students and the overall quality of education. The process of PAT preliminary exam is challenging but it is a stepping stone for a successful career in teaching.

 

Primary assistant teacher Preliminary Exam 2010 Question & Answer (Code-Titas).

 

১। মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে —

(ক) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
(খ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
(গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
(ঘ) রেডিও লাইনের সংযোগ সাধন হয়
উত্তরঃ ক। ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়

২। টেলিপ্রিন্টার একটি —

(ক) গ্রহণমুখ যন্ত্র
(খ) নির্গমনমুখ যন্ত্র
(গ) টাইপরাইটার
(ঘ) টারমিনাল
উত্তরঃ গ। টাইপরাইটার

৩। ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচ কবে হবে?

(ক) ৮ জুন
(খ) ৯ জুন
(গ) ১১ জুন
(ঘ) ১২ জুন
উত্তরঃ গ। ১১ জুন

৪। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে —

(ক) পরভোজী
(খ) স্বভোজী
(গ) পরজীবী
(ঘ) মিথোজীবী
উত্তরঃ খ। স্বভোজী

৫। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না —

(ক) শ্বসন
(খ) রেচন
(গ) সালোকসংশ্লেষণ
(ঘ) অভিস্রবন
উত্তরঃ গ। সালোকসংশ্লেষণ

৬। ‘Broad’ শব্দটির Abstract form হবে—

(ক) Breadth
(খ) Broadness
(গ) Broader
(ঘ) Broadship
উত্তরঃ খ। Broadness

৭। The jury found the prisoner guilty.–এখানে ‘ jury’ শব্দটি কোন প্রকারের Noun?

(ক) Proper
(খ) Common
(গ) Collective
(ঘ) Abstract
উত্তরঃ গ। Collective

৮। The up train is late.— এখানে ‘ up’ শব্দটি—

(ক) Noun
(খ) Pronoun
(গ) Adverb
(ঘ) Adjective
উত্তরঃ ঘ। Adjective

৯। Sit down and rest a while.— এখানে ‘ while’ শব্দটি—

(ক) Noun
(খ) Pronoun
(গ) Adjective
(ঘ) Adverb
উত্তরঃ ক। Noun

১০। কোন বানানটি শুদ্ধ?

(ক) Professional
(খ) Profesional
(গ) Proffesional
(ঘ) Proffessional
উত্তরঃ ক। Professional

১১। “গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।“–এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) নবীনচন্দ্র সেন
(গ) গোলাম মোস্তফা
(ঘ) সুফী মোতাহার হোসেন
উত্তরঃ ক। রবীন্দ্রনাথ ঠাকুর

১২। “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” —এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

(ক) কাজী নজরুল ইসলাম
(খ) বেগম সুফিয়া কামাল
(গ) গোলাম মোস্তফা
(ঘ) শামসুর রাহমান
উত্তরঃ খ। বেগম সুফিয়া কামাল

১৩। ‘লাল সালু‘ উপন্যাসটি কে রচনা করেছেন?

(ক) আবুল মনসুর আহমদ
(খ) আবুল ফজল
(গ) শহীদুল্লা কায়সার
(ঘ) সৈয়দ ওয়ালিউল্লাহ
উত্তরঃ ঘ। সৈয়দ ওয়ালিউল্লাহ

১৪। ‘সঞ্চয়িতা‘ কোন কবির কাব্য সংকলন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) হাসান হাফিজুর রহমান
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক। রবীন্দ্রনাথ ঠাকুর

১৫। ‘সাজাহান‘ নাটকটির রচয়িতা কে?

(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শাহাদৎ হোসেন
(ঘ) ইব্রাহিম খাঁ
উত্তরঃ ক। দ্বিজেন্দ্রলাল রায়

১৬। ‘কাঁকর মনি‘ নাটকটি কে লিখেছেন?

(ক) সিকান্দার আবু জাফর
(খ) ড. নীলিমা ইব্রাহিম
(গ) আনিস চৌধুরী
(ঘ) শওকত ওসমান
উত্তরঃ ঘ। শওকত ওসমান

১৭। “আমাকে” যেতে হবে। —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় ২য়া
(খ) কর্মে ২য়া
(গ) অপাদানে ২য়া
(ঘ) অধিকরণে ২য়া
উত্তরঃ ক। কর্তায় ২য়া

১৮। “চোখ দিয়ে” জল পড়ে। —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে ২য়া
(খ) করণে ২য়া
(গ) অপাদানে ৩য়া
(ঘ) অধিকরণে ৩য়া
উত্তরঃ গ। অপাদানে ৩য়া

১৯। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

(ক) অনুতাপ
(খ) আপাদমস্তক
(গ) আটচালা
(ঘ) আমরা
উত্তরঃ খ। আপাদমস্তক

২০। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) কাটাচোখা
(খ) কানাকানি
(গ) ঔষধি
(ঘ) ঋষিকবি
উত্তরঃ ঘ। ঋষিকবি

২১। 2(3x-5)= -(x-31) কে সমাধান করলে x-এর মান হবে —

(ক) 5
(খ) 3
(গ) -2
(ঘ) -3
উত্তরঃ খ। 3

২২। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে —

(ক) ১২
(খ) ১৫
(গ) ১৮
(ঘ) ২০
উত্তরঃ খ। ১৫

২৩। কোন পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের পাপ্ত গড় নম্বর কত ?

(ক) ২৩
(খ) ৩৬
(গ) ৪০
(ঘ) ৪২
উত্তরঃ গ। ৪০

২৪। ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?

(ক) ৯,০০০ টাকা
(খ) ১০,০০০ টাকা
(গ) ১২,০০০ টাকা
(ঘ) ১৩,০০০ টাকা
উত্তরঃ খ। ১০,০০০ টাকা

২৫। মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমান শ্রমিকের দৈনিক বেতন কত?

(ক) ৮০ টাকা
(খ) ৮৫ টাকা
(গ) ৯০ টাকা
(ঘ) ৯৫ টাকা
উত্তরঃ গ। ৯০ টাকা

২৬। জীনের রাসায়নিক উপাদান —

(ক) আরএনএ
(খ) ডিএনএ
(গ) ডিএনএ ও হ্যালিক্স
(ঘ) আরএনএ ও হ্যালিক্স
উত্তরঃ খ। ডিএনএ

২৭। শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর—

(ক) ২৫ মার্চ রাতে
(খ) ২৬ মার্চ রাতে
(গ) ২৭ মার্চ রাতে
(ঘ) ২৮ মার্চ রাতে
উত্তরঃ ক। ২৫ মার্চ রাতে

২৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন —

(ক) আবু সাঈদ চৌধুরী
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ ঘ। সৈয়দ নজরুল ইসলাম

২৯। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?

(ক) ফোলিক এসিড
(খ) এমিনো এসিড
(গ) পেনিসিলিন
(ঘ) ইনসুলিন
উত্তরঃ ঘ। ইনসুলিন

৩০। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?

(ক) লিগনাইট
(খ) বিটুমিনাস
(গ) অ্যানথ্রাসাইট
(ঘ) পিট
উত্তরঃ গ। অ্যানথ্রাসাইট

৩১। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হবে —

(ক) ৪ মিনিট
(খ) ৬ মিনিট
(গ) ৮ মিনিট
(ঘ) ১০ মিনিট
উত্তরঃ ক। ৪ মিনিট

৩২। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

(ক) বুধ
(খ) শুক্র
(গ) মঙ্গল
(ঘ) বৃহস্পতি
উত্তরঃ খ। শুক্র

৩৩। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?

(ক) শনি
(খ) মঙ্গল
(গ) বৃহস্পতি
(ঘ) মঙ্গল
উত্তরঃ ক। শনি

৩৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

(ক) করতোয়া
(খ) ব্রহ্মপুত্র
(গ) মহানন্দা
(ঘ) গঙ্গা
উত্তরঃ ক। করতোয়া

৩৫। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

(ক) যমুনা
(খ) ব্রহ্মপুত্র
(গ) পদ্মা
(ঘ) মেঘনা
উত্তরঃ ঘ। মেঘনা

৩৬। কোনটি শুদ্ধ বানান?

(ক) Cieling
(খ) Cealing
(গ) Ceilling
(ঘ) Ceiling
উত্তরঃ ঘ। Ceiling

৩৭। কোনটি শুদ্ধ বানান?

(ক) Dysentary
(খ) Dysentery
(গ) Disentary
(ঘ) Disentery
উত্তরঃ খ। Dysentery

৩৮। কোনটি শুদ্ধ বানান?

(ক) Constelation
(খ) Constelletion
(গ) Constellation
(ঘ) Consteletion
উত্তরঃ গ। Constellation

৩৯। ‘We shall be taking tea’— বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে—

(ক) Tea will be being taken by us.
(খ) Tea shall have been taken by us.
(গ) Tea should be being taken by us.
(ঘ) Tea should be taken by us.
উত্তরঃ ক। Tea will be being taken by us.

৪০। “Run away children”, said their mother. বাক্যটির Indirect speech হবে—

(ক) Addressing the children, their mother said to them to run away.
(খ) Addressing the children, their mother urged them to run away.
(গ) Addressing the children, their mother told them to run away.
(ঘ) Addressing the children, their mother asked them to run away.
উত্তরঃ গ। Addressing the children, their mother told them to run away.

৪১। He said to me, ‘I don’t believe you.’ বাক্যটির Indirect speech হবে—

(ক) He said he did not believe me.
(খ) He said he does not believe me.
(গ) He says he did not believe me.
(ঘ) He says he does not believe me.
উত্তরঃ ক। He said he did not believe me.

৪২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) Grammar is better servant than a master
(খ) Grammar is the better servant than a master
(গ) Grammar is a better servant than a master
(ঘ) A grammar is a better servant than a master
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৪৩। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) I do not take fruits
(খ) I have no appetite in food
(গ) He gave me some good advices
(ঘ) Neither of us was present
উত্তরঃ ঘ। Neither of us was present

৪৪। One should cling—-one’s plan. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

(ক) with
(খ) to
(গ) of
(ঘ) for
উত্তরঃ খ। to

৪৫। My opinion coincided—–you. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

(ক) at
(খ) against
(গ) with
(ঘ) for
উত্তরঃ গ। with

৪৬। একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত?

(ক) ৩৬ টাকা
(খ) ৪০ টাকা
(গ) ৪২ টাকা
(ঘ) ৪৫ টাকা
উত্তরঃ খ। ৪০ টাকা

৪৭। ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬ ——–ধারাটির দশম পদ হবে —

(ক) ১৪
(খ) ১৫
(গ) ১৬
(ঘ) ১৭
উত্তরঃ ঘ। ১৭

৪৮। ১, ৫, ৩, ৮, ——–ধারাটির অষ্টম পদ হবে —

(ক) ১১
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১৫
উত্তরঃ গ। ১৪

৪৯। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?

(ক) ২/৩
(খ) ৪/৭
(গ) ৫/৮
(ঘ) ৭/১১
উত্তরঃ ক। ২/৩

৫০। ক ও খ –এর বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

(ক) ৩১ঃ ১৬
(খ) ৫ঃ ২
(গ) ৭ঃ ১১
(ঘ) ৮ঃ ১৩
উত্তরঃ ক। ৩১ঃ ১৬

৫১। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ ৫। বর্তমানে কার বয়স কত ?

(ক) ৬৬ বছর, ৩৪ বছর
(খ) ৭৬ বছর, ৩৪ বছর
(গ) ৪৬ বছর, ১৪ বছর
(ঘ) ৫৬ বছর, ২৪ বছর
উত্তরঃ ঘ। ৫৬ বছর, ২৪ বছর

৫২। প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?

(ক) ১০,০০০
(খ) ১০,৫০০
(গ) ১১,০০০
(ঘ) ১১,৫০০
উত্তরঃ ক। ১০,০০০

৫৩। একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে —

(ক) ৮০ ডিগ্রী
(খ) ৪০ ডিগ্রী
(গ) ২০ ডিগ্রী
(ঘ) ১৪০ ডিগ্রী
উত্তরঃ ক। ৮০ ডিগ্রী

৫৪। ০.1 × ১.১ × ১.২ × ০.০১ × ০.২ এর মান কত ?

(ক) ৬০
(খ) ৬৬
(গ) ৬৮
(ঘ) ৭৮
উত্তরঃ খ। ৬৬

৫৫। 12×2+7x-10 এর উৎপাদক –

(ক) (3x+5)(4x-2)
(খ) (3x-5)(4x+2)
(গ) (4x+5)(3x-2)
(ঘ) (4x-5)(3x+2)
উত্তরঃ গ। (4x+5)(3x-2)

৫৬। ‘উচ্ছ্বাস‘ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

(ক) স্ফুরণ
(খ) উদ্ভাসিত
(গ) স্ফীতি
(ঘ) বিকাশ
উত্তরঃ খ। উদ্ভাসিত

৫৭। ‘কুল‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) গোত্র
(খ) কিনারা
(গ) তীর
(ঘ) তট
উত্তরঃ ক। গোত্র

৫৮। ‘চপল‘ এর বিপরীতার্থক শব্দ কি?

(ক) গম্ভীর
(খ) ঠাণ্ডা
(গ) স্তব্ধ
(ঘ) রাশভারী
উত্তরঃ ক। গম্ভীর

৫৯। ‘তিমির‘ এর বিপরীতার্থক শব্দ কি?

(ক) রশ্মি
(খ) কালো
(গ) অন্ধকার
(ঘ) আলো
উত্তরঃ ঘ। আলো

৬০। ‘ধার‘ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে —

(ক) ধি + অর
(খ) ধী + অর
(গ) ধারি + অ
(ঘ) ধা +র
উত্তরঃ গ। ধারি + অ

৬১। ‘বৈঠক‘ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে —

(ক) বৈঠ + অক
(খ) বৈ + ঠক
(গ) বৈঠ + ক
(ঘ) বি + ঠক
উত্তরঃ গ। বৈঠ + ক

৬২। কোন বানানটি শুদ্ধ?

(ক) সুমিম্মিতা
(খ) সুচিস্মিতা
(গ) সূচীস্মিতা
(ঘ) সুচস্মিতা
উত্তরঃ খ। সুচিস্মিতা

৬৩। কোন বানানটি শুদ্ধ?

(ক) পাসান
(খ) পাসাণ
(গ) পাষাণ
(ঘ) পাশাণ
উত্তরঃ গ। পাষাণ

৬৪। কোনটি শুদ্ধ বানান?

(ক) তিতীক্ষা
(খ) তীতিক্ষা
(গ) তিতিক্ষা
(ঘ) তীতীক্ষা
উত্তরঃ গ। তিতিক্ষা

৬৫। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

(ক) চিরসুখ
(খ) সুগন্ধি
(গ) খেয়াঘাট
(ঘ) আজীবন
উত্তরঃ খ। সুগন্ধি

৬৬। The cow feeds—–grass. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

(ক) on
(খ) in
(গ) of
(ঘ) by
উত্তরঃ ক। on

৬৭। ‘Precise’–এর সমার্থক শব্দ কোনটি?

(ক) ague
(খ) Definite
(গ) Abate
(ঘ) Constructive
উত্তরঃ খ। Definite

৬৮। ‘Immense’–এর সমার্থক শব্দ কোনটি?

(ক) Small
(খ) Proud
(গ) Enormous
(ঘ) Boastful
উত্তরঃ গ। Enormous

৬৯। “To have full hands”— phrase —টির অর্থ কি?

(ক) To be rich
(খ) To be fully occupied
(গ) To lead an easy life
(ঘ) To be in lot of troubles
উত্তরঃ খ। To be fully occupied

৭০। “A green horse”— phrase —টির অর্থ কি?

(ক) An inexperienced man
(খ) A trainee
(গ) A soft hearted man
(ঘ) An envious lady
উত্তরঃ ক। An inexperienced man

৭১। x+1/x = 5 হলে, x3+1/x3= কত ?

(ক) 5
(খ) 2
(গ) 52
(ঘ) 25
উত্তরঃ ঘ। 25

৭২। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?

(ক) ৫ঃ ৪
(খ) ৪ঃ ৩
(গ) ৫ঃ ৩
(ঘ) ৭ঃ ৫
উত্তরঃ গ। ৫ঃ ৩

৭৩। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

(ক) জয়নুল আবেদীন
(খ) কামরুল হাসান
(গ) হামিদুজ্জামান খান
(ঘ) হাসেম খান
উত্তরঃ খ। কামরুল হাসান

৭৪। সোনারগাঁও–এর পূর্ব নাম কি ছিল?

(ক) গৌড়
(খ) চন্দ্রদ্বীপ
(গ) সুধারাম
(ঘ) সুবর্ণগ্রাম
উত্তরঃ ঘ। সুবর্ণগ্রাম

৭৫। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?

(ক) মেজর
(খ) সিপাহী
(গ) ল্যান্স নায়েক
(ঘ) ক্যাপ্টেন
উত্তরঃ ঘ। ক্যাপ্টেন

৭৬। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?

(ক) দ্বাদশ
(খ) সপ্তম
(গ) নবম
(ঘ) একাদশ
উত্তরঃ ক। দ্বাদশ

৭৭। পারদ তাপ —

(ক) অপরিবাহী
(খ) সুপরিবাহী
(গ) পরিবাহী
(ঘ) কুপরিবাহী
উত্তরঃ খ। সুপরিবাহী

৭৮। পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে —

(ক) গতি
(খ) মহাকর্ষ
(গ) অভিকর্ষ
(ঘ) বেগ
উত্তরঃ গ। অভিকর্ষ

৭৯। নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?

(ক) বেলজিয়াম
(খ) যুক্তরাজ্য
(গ) জার্মানি
(ঘ) সুইডেন
উত্তরঃ ঘ। সুইডেন

৮০। ‘নিপ্পন‘ কোন দেশের পুরাতন নাম?

(ক) জাপান
(খ) কোরিয়া
(গ) থাইল্যান্ড
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ ক। জাপান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *