8th NTRCA College Level Preliminary Exam Question & Answer.

8th-NTRCA-College-Level-Preliminary

Contents

BCS Written Syllabus: A Guide to Understanding and Preparing for the Bangladesh Civil Service Exam

The Bangladesh Civil Service (BCS) exam is one of the most competitive and prestigious exams in the country, offering young graduates the opportunity to join the prestigious Bangladesh Civil Service. The BCS exam is divided into two parts: the written exam and the viva voce (oral) exam. In this article, we will focus on the written exam and provide a comprehensive guide on the BCS written syllabus and how to prepare for it.

The BCS written exam consists of four papers: English, General Knowledge, Bangladesh Affairs, and International Affairs. Each paper is worth 100 marks, making the total written exam marks 400. The English paper tests the candidate’s proficiency in the language, including grammar, vocabulary, and comprehension. The General Knowledge paper tests the candidate’s general knowledge and current affairs. The Bangladesh Affairs paper tests the candidate’s knowledge of the history, culture, and politics of Bangladesh. The International Affairs paper tests the candidate’s knowledge of international relations and current affairs.

The BCS written syllabus is available on the official website of the Public Service Commission of Bangladesh (PSC). The syllabus covers all the topics that will be tested in the written exam, including specific books and authors that candidates should study. The syllabus also includes sample questions to give candidates an idea of what to expect on the exam.

One of the best ways to prepare for the BCS written exam is to study the syllabus thoroughly. This means reading and understanding all the topics listed in the syllabus and making a study plan based on that. It is also important to stay updated on current events, both in Bangladesh and internationally, as these will be tested in the General Knowledge and International Affairs papers.

Another important aspect of preparing for the BCS written exam is practicing sample questions and previous years’ question papers. This will help candidates to become familiar with the format of the exam and the types of questions that will be asked. Additionally, candidates can take mock tests to simulate the exam conditions and improve their time management skills.

In addition to the above-mentioned preparation method, another critical step is to improve your writing skills, as the written examination is all about writing. Candidates should practice writing essays, precis and letter, and also practice writing in English. Reading English newspapers and novels will also be beneficial in this regard.

In conclusion, the BCS written exam is a challenging and competitive exam that requires a lot of preparation and hard work. By studying the syllabus thoroughly, staying updated on current events, practicing sample questions and previous years’ question papers, taking mock tests, and working on your writing skills, candidates can increase their chances of success on the exam. The BCS written syllabus pdf is available on the official website of the PSC for the reference of the candidates.

I hope this article has provided a helpful guide to understanding and preparing for the BCS written exam. Best of luck to all the candidates!

Read…8th NTRCA School Level Preliminary Exam Question & Answer.

১। ‘অংশু‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) কুটুম
(খ) দীপ্তি
(গ) দৃষ্টি
(ঘ) উজ্জ্বল
উত্তরঃ খ। দীপ্তি

২। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের–

(ক) অর্থ পরিবর্তিত হয়।
(খ) অর্থের অবনতি ঘটে
(গ) সৌন্দর্য হ্রাস পায়
(ঘ) সৌন্দর্য বৃদ্ধি পায়
উত্তরঃ ঘ। সৌন্দর্য বৃদ্ধি পায়

৩। ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–

(ক) পৃথ্বী
(খ) মেদিনী
(গ) প্রাণদ
(ঘ) ধরিত্রী
উত্তরঃ গ। প্রাণদ

৪। বাগধারা বা বান্ধিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের–

(ক) বিশেষ অর্থপ্রকাশ করে ।
(খ) আভিধানিক অর্থ প্রকাশ করে
(গ) আক্ষরিক অর্থ প্রকাশ করে
(ঘ) অতিরিক্ত অর্থ প্রকাশ করে ।
উত্তরঃ ক। বিশেষ অর্থপ্রকাশ করে ।

৫। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

(ক) পরপদ
(খ) পুর্বপদ
(গ) উভয়পদ
(ঘ) অন্যপদ
উত্তরঃ ক। পরপদ

৬। প্রান্তিক বিরাম চিন্হ কি?

(ক) কমা
(খ) ড্যাশ
(গ) সেমিকেলন
(ঘ) প্রশ্নচিহ্ন
উত্তরঃ ঘ। প্রশ্নচিহ্ন

৭। সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–

(ক) রাজা মনি মোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ খ। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর

৮। ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?

(ক) সুখের পায়রা
(খ) যক্ষের ধন
(গ) খোদার খাসি
(ঘ) বসন্তের কোকিল
উত্তরঃ গ। খোদার খাসি

৯। ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই –

(ক) ভাবসম্প্রসারণ
(খ) গবেষণাপত্র
(গ) প্রতিবেদন
(ঘ) সারসংক্ষেপ
উত্তরঃ ক। ভাবসম্প্রসারণ

১০। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) সূর্য উদয় হয়েছে?
(খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
(গ) যুক্ত খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
(ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
উত্তরঃ গ। যুক্ত খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি

১১। লঙ্কা বাটা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি?

(ক) লঙ্কা ও বাটা
(খ) যা লঙ্কা তাই, বাটা
(গ) লঙ্কার বাটা
(ঘ) বাটা যে লঙ্কা
উত্তরঃ ঘ। বাটা যে লঙ্কা

১২। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?

(ক) মাগধী প্রাকৃত

(খ) গৌড়ীয় প্রাকৃত

(গ) মহারাষ্ট্র প্রকৃত

(ঘ) অর্ধমাগধী প্রাকৃত

উত্তরঃ খ। গৌড়ীয় প্রাকৃত

 

১৩। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

(ক) মৌমাছি
(খ) মহাজন
(গ) গুরুদেব
(ঘ) কাঁচামিঠে
উত্তরঃ গ। গুরুদেব

১৪। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?

(ক) দ্বিগু
(খ) অব্যয়ীভাব
(গ) বহুবীহি
(ঘ) কর্মধারয়
উত্তরঃ ক। দ্বিগু

১৫। “উদ্ধত্য‘ শব্দের বিপরীত শব্দ কী?

(ক) সরল
(খ) বিনয়
(গ) মহানুভব
(ঘ) জ্ঞানী
উত্তরঃ খ। বিনয়

১৬। সাধুরীতিতে কোন পদটি দীর্র্ঘরূপ হয় না?

(ক) বিশেষ্য
(খ) অব্যয়
(গ) সর্বনাম
(ঘ) ক্রিয়া
উত্তরঃ খ। অব্যয়

১৭। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?

(ক) সমস্ত পদ
(খ) পূর্বপদ
(গ) উভয়পদ
(ঘ) সমস্যমান পদ
উত্তরঃ ঘ। সমস্যমান পদ

১৮। ‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”

(ক) জটিল বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) সরল বাক্য
(ঘ) যৌগিক বাক্য
উত্তরঃ ক। জটিল বাক্য

১৯। ‘হরতাল‘ কি ধরণের শব্দ ?

(ক) তুর্ক
(খ) গুজরাট
(গ) চীনা
(ঘ) পাঞ্জাবি
উত্তরঃ খ। গুজরাট

২০। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়–

(ক) উপমান কর্মধারয়
(খ) রূপক কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয়
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ গ। উপমিত কর্মধারয়

২১। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?

(ক) ঐতিহাসিক
(খ) ইতিহাসবিদ
(গ) ইতিহাস রচয়িতা
(ঘ) ইতিহাসবেত্তা
উত্তরঃ ঘ। ইতিহাসবেত্তা

২২। বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?

(ক) আসক্তি
(খ) আকাঙ্ক্ষা
(গ) যোগ্যতা
(ঘ) আসত্তি
উত্তরঃ খ। আকাঙ্ক্ষা

২৩। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়

(ক) শিরোনাম
(খ) পত্রগর্ভ
(গ) সম্ভাষণ
(ঘ) মূল বক্তব্য
উত্তরঃ ক। শিরোনাম

২৪। ভাষার মূল উপকরণ কী?

(ক) ধ্বনি
(খ) শব্দ
(গ) বর্ণ
(ঘ) বাক্য
উত্তরঃ ঘ। বাক্য

২৫। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তরঃ ঘ। পাঁচটি

২৬। Which one is the correct passive form of the sentence ‘Let Rahim tell the truth’

(ক) Let the truth be told by him
(খ) Let the truth be told by Rahim
(গ) Let the truth is told by Rahim
(ঘ) Let Rahim the truth be told
উত্তরঃ খ। Let the truth be told by Rahim

২৭। Choose the right Bangla translation ‘It is now fifteen minutes past four’

(ক) এখন চারটা বেজে পাঁচ মিনিট।
(খ) এখন চারটা বাজতে পাঁচ মিনিট।
(গ) এখন চারটা বাজতে পনের মিনিট
(ঘ) এখন চারটা বেজে পনের মিনিট
উত্তরঃ ঘ। এখন চারটা বেজে পনের মিনিট

২৮। Your conduct admits – no excuse.

(ক) To
(খ) for
(গ) of
(ঘ) off
উত্তরঃ গ। of

২৯। Choose the correct English translation of ‘ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই‘।

(ক) Big boast, small roast
(খ) Small boast, big roast
(গ) Ill got ill spent
(ঘ) Pride goeth before fall.
উত্তরঃ ক। Big boast, small roast

৩০। Mukta knows-sing.

(ক) how to
(খ) well to
(গ) to
(ঘ) herself to
উত্তরঃ ক। how to

৩১। Synonym of ‘Candi’ is –

(ক) Devious
(খ) cordial
(গ) artful
(ঘ) frank
উত্তরঃ খ। cordial

৩২। The main idea of a paragraph lies in its-

(ক) first sentence
(খ) body
(গ) topic sentence
(ঘ) conclusion
উত্তরঃ গ। topic sentence

৩৩। Hardly had he entered the room when electricity–

(ক) went off
(খ) went of
(গ) went away
(ঘ) went out
উত্তরঃ ক। went off

৩৪। A report is usually written in-

(ক) direct speech
(খ) indirect speech
(গ) short speech
(ঘ) implicit language
উত্তরঃ ঘ। implicit language

৩৫। What is the antonym of Zeal?

(ক) interest
(খ) enthusiasm
(গ) Apathy
(ঘ) sympathy
উত্তরঃ গ। Apathy

৩৬। Linkers are used in–

(ক) Report
(খ) Paragraph
(গ) Short story
(ঘ) Essay
উত্তরঃ ক। Report

৩৭। Which one is the correct sentence?

(ক) I am senior to Rahim.
(খ) I am more senior to Rahim.
(গ) I am senior than Rahim.
(ঘ) I am more senior than Rahim.
উত্তরঃ খ। I am more senior to Rahim.

৩৮। Which one of the following options is needed to complete the sentence: I don’t mind _ a cup of tea.

(ক) to take
(খ) taking
(গ) took
(ঘ) for taking
উত্তরঃ গ। took

৩৯। Choose the right form of verb in the bracket: If you wanted, I (help) you.

(ক) will help
(খ) would helped
(গ) would help
(ঘ) would have helped
উত্তরঃ গ। would help

৪০। What is the noun form of the word ‘save’?

(ক) safety
(খ) Savage
(গ) secured
(ঘ) suggest
উত্তরঃ ক। safety

৪১। Select the correct preposition to complete the sentence: went-great sufferings.

(ক) On
(খ) for
(গ) with
(ঘ) through
উত্তরঃ ঘ। through

৪২। Choose the correct sentence ‘We should inform the police of the theft.

(ক) We must inform the theft of the police
(খ) We must inform the theft for the police
(গ) We should inform the police by the theft.
(ঘ) We should inform the police of the theft.
উত্তরঃ ঘ। We should inform the police of the theft.

৪৩। Which of the following is the correct indirect form of the given direct speech:

(ক) He said to me How long will you carry me?
(খ) He asked me how long he would carry me.
(গ) He asked me how long I will carry me.
(ঘ) He asked me how long would he carry me
উত্তরঃ গ। He asked me how long I will carry me.

৪৪। Choose the adjective of the word ‘Contribution’

(ক) Contributative
(খ) Contributory
(গ) Contributional
(ঘ) Contribute
উত্তরঃ গ। Contributional

৪৫। Choose the correct tag question of the following sentence. Let me see, the bus goes as ten past,___?

(ক) doesn’t it
(খ) shall we
(গ) will you
(ঘ) don’t we
উত্তরঃ খ। shall we

৪৬। He has come here with a view to (negotiate) with me.

(ক) negotiate
(খ) negotiating
(গ) negotiates
(ঘ) negotiated
উত্তরঃ খ। negotiating

৪৭। Choose the correct linking word to fill in the gap. You may accept the job on offer __ you may wait for a better job.

(ক) till
(খ) until
(গ) or
(ঘ) but
উত্তরঃ ক। till

৪৮। The client lodged a complaint-the cashier.

(ক) for
(খ) with
(গ) against
(ঘ) by
উত্তরঃ গ। against

৪৯। Select the correct English translation of ‘তিনি পদত্যাগ করেছেন‘

(ক) He has resigned of his post.
(খ) He has resigned from his post
(গ) He has been resigned his post
(ঘ) He has resigned his post.
উত্তরঃ ঘ। He has resigned his post.

৫০। How many parts are there in a paragraph?

(ক) One
(খ) two
(গ) three
(ঘ) four
উত্তরঃ গ। three

৫১। শতকরা বার্ষিক কত হারে সুদে কোন আসল ১০ বছরে সুদে মুলে তিনগুন হবে?

(ক) ২০%
(খ) ১৫%
(গ) ১২%
(ঘ) ১০%
উত্তরঃ ক। ২০%

৫২। যদি A এবং B দুইটি সেট হয় তবে A ∩ B (A U B) = কত?

(ক) A U B
(খ) A ∩ B
(গ) B
(ঘ) A
উত্তরঃ ঘ। A

৫৩। x+2y=4 এবং x/y=2 হলে , x এর মান কত?

(ক) 0
(খ) 12
(গ) 2
(ঘ) 1
উত্তরঃ গ। 2

৫৪। ত্রিভুজ ABC-এ BC বাহূকে D পর্যন্ত বাড়ানো হলো। <A=60°, <B= 90° হলে, <CAD =?

(ক) 150°
(খ) 90°
(গ) 120°
(ঘ) 160°
উত্তরঃ ক। 150°

৫৫। ত্রিভুজ ABC এর BC = CA = AB = 5 সেন্টিমিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

(ক) 25√3 / 4
(খ) 25√3 / 6
(গ) 25√3 / 2
(ঘ) 25√3 / 7
উত্তরঃ ক। 25√3 / 4

৫৬। sinx2 21° + sin269 =কত?

(ক) -1
(খ) 1/2
(গ) 1/√2
(ঘ) 1
উত্তরঃ ঘ। 1

৫৭। 2 n – 4.2n-2 = কত?

(ক) 2n-1
(খ) 2n+1
(গ) 3
(ঘ) 2n
উত্তরঃ খ। 2n+1

৫৮। (√3×√5)4–এর মান কত?

(ক) 30
(খ) 60
(গ) 225
(ঘ) 115
উত্তরঃ গ। 225

৫৯। 4a2+ 9b 2রাশিটির সাথে কত জোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?

(ক) 12ab
(খ) 6ab
(গ) 18ab
(ঘ) 24ab
উত্তরঃ ক। 12ab

৬০। ¾ , 4/5 এবং 5/6 এর গ. সা . গু কত হবে?

(ক) 60
(খ) 30
(গ) 1/60
(ঘ) 1/30
উত্তরঃ গ। 1/60

৬১। দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে , বড় সংখ্যাটি কত?

(ক) ৪০
(খ) ৫০
(গ) ৭০
(ঘ) ৬০
উত্তরঃ ঘ। ৬০

৬২। log16√2 = কত ?

(ক) 6
(খ) 8
(গ) 9
(ঘ) 4
উত্তরঃ গ। 9

৬৩। x3 -x- 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি ?

(ক) (x+2) (x2 + 2x+3)
(খ) (x-2) (x2 – 2x+3)
(গ) (x-2) (x2 +2x+3)
(ঘ) (x+2) (x2 -2x+3)
উত্তরঃ গ। (x-2) (x2+2x+3)

৬৪। x=√3+√2 হলে , x2 +1/x2 এর মান কত?

(ক) 10
(খ) 9
(গ) 12
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক। 10

৬৫। যদি 3x+2 =81 হয় তবে 3x-2 = কত?

(ক) 0
(খ) 1
(গ) 3
(ঘ) 4
উত্তরঃ খ। 1

৬৬। একটি আয়তক্ষেত্র এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ ৪ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত ?

(ক) ১৮২ বর্গমিটার
(খ) ১৯২ বর্গমিটার
(গ) ১৮৬ বর্গমিটার
(ঘ) ১৯৬ বর্গমিটার
উত্তরঃ খ। ১৯২ বর্গমিটার

৬৭। সবচেয়ে বড় সংখ্যা কোনটি ?

(ক) 0.0099
(খ) 9/100
(গ) 9/1000
(ঘ) 0.100
উত্তরঃ ঘ। 0.100

৬৮। ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে ?

(ক) ৮টি
(খ) ৭ টি
(গ) ৯ টি
(ঘ) ১০টি
উত্তরঃ ক। ৮টি

৬৯। 3x-4y=10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত হবে ?

(ক) (0, -5/2)
(খ) (3, 0)
(গ) (2, 1)
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ঘ। কোনটিই নয়

৭০। y-4ax=0 সমীকরণ দ্বারা কি বুঝায় ?

(ক) পরাবৃত্ত
(খ) অধিবৃত্ত
(গ) মূল বিন্দুগামী সরলরেখা
(ঘ) কোনটি নয়
উত্তরঃ গ। মূল বিন্দুগামী সরলরেখা

৭১। tanθ =3/4 হলে cosecθ এর মান কত ?

(ক) 3/5
(খ) 4/3
(গ) 5/4
(ঘ) 5/3
উত্তরঃ ঘ। 5/3

৭২। log2√5 400 = x হলে x এর মান কত ?

(ক) 400
(খ) 4
(গ) 10
(ঘ) 2√5
উত্তরঃ খ। 4

৭৩। x-y=1 , xy = 56 হলে x+y=কত ?

(ক) 15
(খ) 16
(গ) 225
(ঘ) 221
উত্তরঃ ক। 15

৭৪। p এবং q বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে ?

(ক) P+q+1
(খ) p+q-1
(গ) p+q
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ। p+q

৭৫। ABCD সামন্তরিকের DC ভূমিকে E প্রর্যন্ত বর্ধিত করা হল, <BAD=100° হলে <BCE কত ?

(ক) 60°
(খ) 90°
(গ) 80°
(ঘ) 100°
উত্তরঃ গ। 80°

৭৬। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর‘ কোথায় অবস্থিত ?

(ক) বরগুনা
(খ) নাটোর
(গ) নোয়াখালী
(ঘ) খুলনা
উত্তরঃ খ। নাটোর

৭৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?

(ক) শিরিন সুলতানা
(খ) তানজিলা নিশাত
(গ) ওয়াসফিয়া নাজনীন
(ঘ) নিশাত মজুমদার
উত্তরঃ ঘ। নিশাত মজুমদার

৭৮। মুক্তির গান চলচিত্র কে পরিচালনা করেছেন ?

(ক) জহির রায়হান
(খ) আলমগীর কবীর
(গ) তারেক মাসুদ
(ঘ) গীতা মেহতা
উত্তরঃ গ। তারেক মাসুদ

৭৯। ২০১২ সালের জি–৮ সম্মেলন কততম ?

(ক) ৩৮ তম
(খ) ৩৫ তম
(গ) ৩৯ তম
(ঘ) ২৬ তম
উত্তরঃ ক। ৩৮ তম

৮০। কোন সালে বাংলা একাডেমী প্রতিষ্টিত হয়?

(ক) ১৯৫৫ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৬৯ সালে
উত্তরঃ ক। ১৯৫৫ সালে

৮১। ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল

(ক) পাকিস্তান
(খ) মিশর
(গ) সিরিয়া
(ঘ) ভারত
উত্তরঃ খ। মিশর

৮২। নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কুটনেতিক সম্পর্ক রয়েছে?

(ক) জর্ডান
(খ) ইরাক
(গ) ভারত
(ঘ) ইরান
উত্তরঃ গ। ভারত

৮৩। যুক্তরাষ্ট্র তে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়

(ক) ১৮৬৩ সালে
(খ) ১৮৬২ সালে
(গ) ১৮৬৪ সালে
(ঘ) ১৮৬৫ সালে
উত্তরঃ ক। ১৮৬৩ সালে

৮৪। “বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়

(ক) ৬ জুন
(খ) ৫ মে
(গ) ৬ মে
(ঘ) ৫ জুন
উত্তরঃ ঘ। ৫ জুন

৮৫। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

(ক) ঢাকা
(খ) করাচী
(গ) কাঠমাণ্ডু
(ঘ) থিম্পু
উত্তরঃ গ। কাঠমাণ্ডু

৮৬। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

(ক) হেমন্ত সেন
(খ) ধর্মপাল
(গ) গোপাল
(ঘ) শশাংক
উত্তরঃ খ। ধর্মপাল

৮৭। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?

(ক) ঢাকা
(খ) চট্টগ্রাম
(গ) রাজশাহী
(ঘ) খুলনা
উত্তরঃ ক। ঢাকা

৮৮। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?

(ক) ১১তম
(খ) ১২তম
(গ) ১০তম
(ঘ) ১৩তম
উত্তরঃ খ। ১২তম

৮৯। নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? –

(ক) লাওস
(খ) সোমালিয়া
(গ) তাইওয়ান
(ঘ) কিউবা
উত্তরঃ গ। তাইওয়ান

৯০। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

(ক) ইউরিয়া
(খ) টিএসপি
(গ) সবুজ সার
(ঘ) মিউরেট অব পটাশ
উত্তরঃ ক। ইউরিয়া

৯১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৯০৫ সালে
(খ) ১৯১১ সালে
(গ) ১৯৩৫ সালে
(ঘ) ১৯২১ সালে
উত্তরঃ ঘ। ১৯২১ সালে

৯২। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?

(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) লর্ড ক্লাইভ
(গ) লর্ড মিন্টে
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ ঘ। লর্ড কর্নওয়ালিস

৯৩। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা—

(ক) IUCN
(খ) UNOCC
(গ) IPCC
(ঘ) SANDEE
উত্তরঃ গ। IPCC

৯৪। শ্বেত বামন বা (white Dwarf ) হচ্ছে–

(ক) ইউরোপের একটি উপজাতি
(খ) একটি উপন্যাস
(গ) মৃত্যুতারা
(ঘ) একটি পাহাড়ের নাম
উত্তরঃ গ। মৃত্যুতারা

৯৫। মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?

(ক) ১:১০০
(খ) ১:৭০০
(গ) ১:৫০০
(ঘ) ১:১২০
উত্তরঃ খ। ১:৭০০

৯৬। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?

(ক) লৌহের অভাবে
(খ) ফসফরাস এর অভাবে
(গ) গ্লুকোজের অভাবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ। ফসফরাস এর অভাবে

৯৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

(ক) অ্যাডা অগাস্ট
(খ) চার্লস ব্যাবেজ
(গ) বিল গেটস
(ঘ) কেউ নয়
উত্তরঃ ক। অ্যাডা অগাস্ট

৯৮। ‘ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত?

(ক) ওয়াশিংটন
(খ) চীন
(গ) নিউইয়র্ক
(ঘ) লন্ডন
উত্তরঃ গ। নিউইয়র্ক

৯৯। থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?

(ক) থাকসিন সিনাওয়াত্রা
(খ) ভূমিবল
(গ) লুরা সিনচিলা
(ঘ) ইংলাক সিনাওয়াত্রা
উত্তরঃ ঘ। ইংলাক সিনাওয়াত্রা

১০০। জাপানের পার্লামেন্টের নাম কি?

(ক) নেসোট
(খ) ডায়েট
(গ) কোকেটিং
(ঘ) মিরামি
উত্তরঃ খ। ডায়েট

Advantages of the 8th NTRCA College Level Preliminary Exam:

Recognition: Successful completion of the exam validates the skills and knowledge of the candidates and enhances their credibility.

Career Advancement: Clearing the exam opens up new opportunities for career growth and higher-paying job prospects.

Job Security: Being an NTRCA-certified teacher demonstrates a commitment to the profession and provides job security.

Professional Development: The exam requires continuous learning and updates on current teaching methodologies, thereby promoting professional development.

Networking: The exam brings together teachers from various colleges and provides opportunities for networking and exchanging ideas.

Improved Teaching Skills: The exam encourages candidates to improve their teaching skills and adopt new teaching techniques.

Competitive Edge: Being NTRCA certified gives candidates a competitive edge in the job market over non-certified teachers.

Enhanced Confidence: Clearing the exam boosts the confidence of candidates and helps them develop a positive self-image.

Standardization: The NTRCA exam ensures that teachers meet a certain standard and quality of education, thereby promoting educational excellence.

Better Opportunities: Clearing the exam opens up opportunities for further education and higher-level teaching positions.

 

8th NTRCA College Level Preliminary Exam Preparation Module:

Understand the Exam Format: Familiarize yourself with the exam pattern, types of questions, and marking scheme.

Study the Syllabus: Carefully go through the syllabus provided by NTRCA and make sure you understand what topics will be covered in the exam.

Use Study Materials: Make use of study materials such as textbooks, practice papers, and online resources to prepare for the exam.

Develop Strong Study Habits: Create a study schedule and stick to it, take breaks and stay focused to maximize your productivity.

Practice Time Management: Make sure to practice managing your time during the exam. This will help you to complete the exam within the allotted time frame.

Stay Updated: Stay updated with current teaching methodologies and techniques, this will help you to answer questions related to the same in the exam.

Join a Study Group: Join a study group with other candidates appearing for the exam. This will help you to exchange ideas and revise together.

Take Mock Tests: Regularly take mock tests to gauge your progress and identify areas where you need to improve.

Manage Stress: Stay relaxed and manage stress during the exam preparation and on exam day. Practice deep breathing, meditation, or physical exercise to help you stay calm.

Get Enough Sleep: Make sure to get adequate sleep, a well-rested body and mind can help you perform better in the exam.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *