Contents
- 1 7th NTRCA School Level Preliminary Examination Question and Answer.
- 2 Read…8th NTRCA College Level Preliminary Exam Question & Answer.
- 2.0.1 ১। Which word is both a noun and a verb?
- 2.0.2 ২। Which one is the correct passive form of the sentence’ Buy me a shirt’?
- 2.0.3 ৩। ছেলেটি দেখতে তার বাবার মত Which is the connect English translation?
- 2.0.4 ৪। He – home last Monday.
- 2.0.5 ৫। Which one is a collective noun?
- 2.0.6 ৬। Choose the correct sentence
- 2.0.7 ৭। Choose the correct sentence:
- 2.0.8 ৮। Choose the correct translation of: There is a little milk in the cup
- 2.0.9 ৯। It is high time he (change) his bad habits.
- 2.0.10 ১০। What is the synonym of the word Redemption?
- 2.0.11 ১১। In which form of writing is it needed to mention the date and place of writing?
- 2.0.12 ১২। How many paragraphs are the are in a paragraph?
- 2.0.13 ১৩। Choose The Right Bangla Translation of “ He Come off with flying colours”
- 2.0.14 ১৪। What is the antonym of the word ‘Punishment’?
- 2.0.15 ১৫। Choose the correct passive form of the sentence. ‘His conduct annoyed me.’
- 2.0.16 ১৬। কখনো অপরের নিন্দা করো না Choose the correct English translation:
- 2.0.17 ১৭। I am looking forward to (receive) your letter.
- 2.0.18 ১৮। The Arabian Nights (be) my favourite book.
- 2.0.19 ১৯। The adjective of the word authority is:
- 2.0.20 ২০। ‘hardly go out after dusk’ The correct Bangla translation is:
- 2.0.21 ২১। Identify the correct sentence from the options
- 2.0.22 ২২। Which of the following is the correct indirect form of the given direct speech : Who are you and what do you want? He said to me.
- 2.0.23 ২৩। He kept on (sing) as he passed.
- 2.0.24 ২৪। Man has been used as a verb in :
- 2.0.25 ২৫। The flight will take off_that the weather is good.
- 2.0.26 ২৬। “তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
- 2.0.27 ২৭। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
- 2.0.28 ২৮। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ
- 2.0.29 ২৯। হাতি শব্দের সমর্থক নয় কোনটি ?
- 2.0.30 ৩০। ‘কোরক‘ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
- 2.0.31 ৩১। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না—
- 2.0.32 ৩২। ‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
- 2.0.33 ৩৩। ‘মেঘ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- 2.0.34 ৩৪। ‘সোম’ শব্দের অর্থ কী?
- 2.0.35 ৩৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- 2.0.36 ৩৬। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—
- 2.0.37 ৩৭। ‘কাচামিঠা” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- 2.0.38 ৩৮। সমাস নিষ্পন্ন পদকে কি বলে ?
- 2.0.39 ৩৯। একটি পত্রের প্রধান অংশ কয়টি?
- 2.0.40 ৪০। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
- 2.0.41 ৪১। শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন–
- 2.0.42 ৪২। শুদ্ধ বানান কোনটি?
- 2.0.43 ৪৩। ‘বিদ্যান মুর্থ অপেক্ষা শ্ৰেষ্ঠতর’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
- 2.0.44 ৪৪। স্বেচ্ছাচারী ব্যক্তি” কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
- 2.0.45 ৪৫। কোনটি সাধুরীতির শব্দ?
- 2.0.46 ৪৬। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিন্হ ?
- 2.0.47 ৪৭। দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
- 2.0.48 ৪৮। ‘নবপৃথিবী’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- 2.0.49 ৪৯। শুদ্ধ বানান কোনটি?
- 2.0.50 ৫০। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়—
- 2.0.51 ৫১। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি
- 2.0.52 ৫২। কঙ্গোর রাজধানী কোনটি?
- 2.0.53 ৫৩। বাংলাদেশের গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের—
- 2.0.54 ৫৪। মহিলা বিশ্বকাপ ফুটবল–২০১১ বিজয়ী কোন দেশ?
- 2.0.55 ৫৫। ইন্টারনেটের জনক কে?
- 2.0.56 ৫৬। ফেয়ার ফ্যাক্স কি?
- 2.0.57 ৫৭। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন?
- 2.0.58 ৫৮। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
- 2.0.59 ৫৯। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
- 2.0.60 ৬০। সুনামীর কারণ হলো–
- 2.0.61 ৬১। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্নি বের হয় তা–
- 2.0.62 ৬২। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক (Hi-Tech Park) কোথায় অবস্থিত?
- 2.0.63 ৬৩। কে প্রমাণ করেণ যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?
- 2.0.64 ৬৪। ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়?
- 2.0.65 ৬৫। বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী কে?
- 2.0.66 ৬৬। NASA (নাসা) কী?
- 2.0.67 ৬৭। ২০১০ বিশ্বকাপ ফুটবলে ‘গোল্ডেনবুট’ পাওয়া খেলোয়াড় কে?
- 2.0.68 ৬৮। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি?
- 2.0.69 ৬৯। ‘স্বোপার্জিত স্বাধীনতা’ স্থাপত্যটির স্থপতি কে?
- 2.0.70 ৭০। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
- 2.0.71 ৭১। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?
- 2.0.72 ৭২। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড‘ এর রচয়িতা কে?
- 2.0.73 ৭৩। বাকল্যান্ড বাধা কোন নদীর তীরে অবস্থিত?
- 2.0.74 ৭৪। প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম
- 2.0.75 ৭৫। বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে ?
- 2.0.76 ৭৬। 3x + 4y = 14, 4x-3y = 2 এর সমাধান সেট কত হবে?
- 2.0.77 ৭৭। x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কি হবে?
- 2.0.78 ৭৮। ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর
- 2.0.79 ৭৯। একটি গোলকের ব্যাসার্ধ ৫ সে.মি. হলে এর পৃষ্টের কত ?
- 2.0.80 ৮০। একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি ও 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
- 2.0.81 ৮১। 5 + ৪ + 11 + 14 + … ধারাটির কোন পদ 302?
- 2.0.82 ৮২। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
- 2.0.83 ৮৩। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গ.সা.গু. 4 হলে, ছোট সংখ্যাটি কত?
- 2.0.84 ৮৪। বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদআসল কত হবে?
- 2.0.85 ৮৫। বুশরা, এষা ও প্রিতুই ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় । কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?
- 2.0.86 ৮৬। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, 3x/2 বৃহত্তম কোণটির মান কত?
- 2.0.87 ৮৭। ACB বৃত্তে AB জ্যা–এর মধ্যবিন্দু D, <ADC = ৯০°, DC = ২ সেমি. এবং বৃত্তটির ব্যাস ১০ সেমি হলে AB = কত?
- 2.0.88 ৮৮। x=3+2√2 হলে x-1¬ এর সঠিক মান হবে?
- 2.0.89 ৮৯। f(x) = (x-3) / (2x + 1) হলে, f(0) = কত?
- 2.0.90 ৯০। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 41. সংখ্যা দুটির গুণফল 2011 সংখ্যা দুটি বর্গের বিয়োগফল কত?
- 2.0.91 ৯১। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত?
- 2.0.92 ৯২। tanϴ =5/12 হলে, sece ϴ= কত?
- 2.0.93 ৯৩। x – 1/x = 3 হলে, x3 – 1/x3 এর মান কত?
- 2.0.94 ৯৪। 1+2+3+………….+100=?
- 2.0.95 ৯৫। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার,প্রস্থ ৪ মিটার,উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
- 2.0.96 ৯৬। পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স?
- 2.0.97 ৯৭। দুটি সংখ্যার গ.সা.গু যথাক্রমে ১৫ ও ২২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
- 2.0.98 ৯৮। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার ,৪ মিটার ও ২০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- 2.0.99 ৯৯। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি ,১৮ সে.মি এবং এদের মধ্যবর্তী দুরুত্ব ১০ সে.মি. হলে, ক্ষেত্রফল ?
- 2.0.100 ১০০। x2+x-(a+1)(a+2)-এর উৎপাদক –
7th NTRCA School Level Preliminary Examination Question and Answer.
7th NTRCA School Level Preliminary Exam: The Ultimate Guide to Preparation and Success
The NTRCA School Level Preliminary Exam is an essential exam for those seeking to become school-level teachers in Bangladesh. The 7th NTRCA School Level Preliminary Exam is scheduled to take place in 2023 and candidates who pass the exam will be eligible to participate in the final examination.
Here is a comprehensive guide to help you prepare for and succeed in the 7th NTRCA School Level Preliminary Exam.
Step:-1 Understanding the Exam Pattern
The NTRCA School Level Preliminary Exam is divided into two parts: Multiple Choice Questions (MCQ) and Written Examination. The MCQ section consists of 100 questions, each carrying one mark. The Written Examination consists of 4 essay questions, each carrying 25 marks.
Step:-2 Prepare for the MCQ section
The MCQ section is designed to test your knowledge of Bangla, English, General Knowledge, and Current Affairs. To prepare for this section, you should focus on the following areas:
Bangla: Grammar, vocabulary, composition, and language usage.
English: Grammar, vocabulary, comprehension, and language usage.
General Knowledge: Science, history, geography, culture, economics, politics, and current events.
Current Affairs: National and international news, events, and happenings.
Step:-3 Prepare for Written Examination
The Written Examination is designed to test your writing skills and knowledge of the subjects you will be teaching if you are selected. To prepare for this section, you should focus on the following areas:
Bangla: Composition, grammar, vocabulary, and language usage.
English: Composition, grammar, vocabulary, and language usage.
Pedagogy: Teaching methods, techniques, and strategies.
Subject Knowledge: The subjects you will be teaching if you are selected.
Step:-4 Study Materials
There are several study materials available that can help you prepare for the NTRCA School Level Preliminary Exam. Some of the most useful materials include:
Textbooks: Official textbooks from the National Curriculum and Textbook Board (NCTB) provide comprehensive coverage of the subjects you will be tested on.
Practice Tests: Taking practice tests will help you familiarize yourself with the exam format and assess your strengths and weaknesses.
Online Resources: There are many online resources available, such as websites, blogs, and forums that provide helpful tips, strategies, and study materials.
Step:-5 Time Management
Time management is crucial in any exam, and the NTRCA School Level Preliminary Exam is no exception. To make the most of your time, you should:
Make a study schedule: Plan your study time so that you can cover all the important topics and subjects.
Practice time management: Take practice tests under timed conditions to help you get used to working under pressure.
Avoid distractions: Avoid anything that might distract you, such as social media, television, and phone calls.
Step:-6 Keep Yourself Healthy
It is important to maintain your physical and mental health while preparing for the NTRCA School Level Preliminary Exam. To do this, you should:
Eat a healthy diet: A healthy diet will provide you with the energy and nutrients you need to stay focused and alert.
Exercise regularly: Regular exercise will help you stay fit, reduce stress, and improve your overall well-being.
Get enough sleep: Getting enough sleep will help you stay focused, reduce stress, and improve your memory.
১। Which word is both a noun and a verb?
(ক) believe
(খ) advise
(গ) maker
(ঘ) water
উত্তরঃ ঘ। water
২। Which one is the correct passive form of the sentence’ Buy me a shirt’?
(ক) Let a shirt be bought
(খ) Let Be A Shirt Be Bought
(গ) Let Be Shirt Be Bought
(ঘ) Let a shirt be bought for me
উত্তরঃ ঘ। Let a shirt be bought for me
৩। ছেলেটি দেখতে তার বাবার মত Which is the connect English translation?
(ক) Theboy looks after his father
(খ) The boy resembles after his father
(গ) The boy takes after his fathere
(ঘ) Theboy looks like his father
উত্তরঃ গ। The boy takes after his fathere
৪। He – home last Monday.
(ক) left
(খ) has left
(গ) had left
(ঘ) has leave
উত্তরঃ ক। left
৫। Which one is a collective noun?
(ক) gang
(খ) Friendship
(গ) doctor
(ঘ) honesty
উত্তরঃ ক। gang
৬। Choose the correct sentence
(ক) He is temper
(খ) He is in tempers
(গ) He is in the temper
(ঘ) He is in a temper
উত্তরঃ ঘ। He is in a temper
৭। Choose the correct sentence:
(ক) I finished my duty, amn’t I?
(খ) I finished my duty, didn’t I?
(গ) I finished my duty, did I ?
(ঘ) I finished my duty, don’t I?
উত্তরঃ খ। I finished my duty, didn’t I?
৮। Choose the correct translation of: There is a little milk in the cup
(ক) পেয়ালায় দুধ নেই বললেই চলে
(খ) পেয়ালায় দুধ নেই
(গ) পেয়ালায় অল্প দুধ আছে.
(ঘ) পেয়ালায় একটুখানি দুধ নেই
উত্তরঃ গ। পেয়ালায় অল্প দুধ আছে.
৯। It is high time he (change) his bad habits.
(ক) changed
(খ) has changed
(গ) Changing
(ঘ) has been changing
উত্তরঃ ক। changed
১০। What is the synonym of the word Redemption?
(ক) Forbidden
(খ) assumption
(গ) salvation
(ঘ) award
উত্তরঃ গ। salvation
১১। In which form of writing is it needed to mention the date and place of writing?
(ক) Paragraph
(খ) Essay
(গ) Novel
(ঘ) Report
উত্তরঃ ঘ। Report
১২। How many paragraphs are the are in a paragraph?
(ক) One
(খ) Two
(গ) Three
(ঘ) Four
উত্তরঃ ক। One
১৩। Choose The Right Bangla Translation of “ He Come off with flying colours”
(ক) তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
(খ) তিনি রং ছিটাতে ছিটাতে এসেছিলেন
(গ) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
(ঘ) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন
উত্তরঃ গ। তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
১৪। What is the antonym of the word ‘Punishment’?
(ক) reward
(খ) crime
(গ) Prize
(ঘ) presentation
উত্তরঃ ক। reward
১৫। Choose the correct passive form of the sentence. ‘His conduct annoyed me.’
(ক) I was annoyed to his conduct
(খ) I was annoyed at his conduct
(গ) I was annoyed by his conduct
(ঘ) I was annoyed with his conduct
উত্তরঃ খ। I was annoyed at his conduct
১৬। কখনো অপরের নিন্দা করো না Choose the correct English translation:
(ক) Never tell bad of others
(খ) Never speak ill of others
(গ) Never tell sick of others
(ঘ) Never speak evil of others
উত্তরঃ খ। Never speak ill of others
১৭। I am looking forward to (receive) your letter.
(ক) Receive
(খ) for receiving
(গ) received
(ঘ) receiving
উত্তরঃ ঘ। receiving
১৮। The Arabian Nights (be) my favourite book.
(ক) is
(খ) are
(গ) has
(ঘ) were
উত্তরঃ ক। is
১৯। The adjective of the word authority is:
(ক) Authorize
(খ) authoritative
(গ) authoritatively
(ঘ) author
উত্তরঃ খ। authoritative
২০। ‘hardly go out after dusk’ The correct Bangla translation is:
(ক) আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই
(খ) আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই
(গ) আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই
(ঘ) আমি সন্ধ্যার পর মােটেও বাইরে যাই না।
উত্তরঃ গ। আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই
২১। Identify the correct sentence from the options
(ক) She prefers dancing more than singing
(খ) She prefers to dance than to sing
(গ) She prefers dance to sing
(ঘ) She prefers dancing to singing
উত্তরঃ ঘ। She prefers dancing to singing
২২। Which of the following is the correct indirect form of the given direct speech : Who are you and what do you want? He said to me.
(ক) He asked me who was and what did I want
(খ) He asked me who I was and what I wanted
(গ) He asked to me who were you and what did you want
(ঘ) He told me who you are and what you want
উত্তরঃ খ। He asked me who I was and what I wanted
২৩। He kept on (sing) as he passed.
(ক) singing
(খ) to sing
(গ) to have sung
(ঘ) sang
উত্তরঃ ক। singing
২৪। Man has been used as a verb in :
(ক) He shouted at the man
(খ) no man is infalliaole
(গ) He is a worthy man
(ঘ) The captain has to man the ship carefully
উত্তরঃ ঘ। The captain has to man the ship carefully
২৫। The flight will take off_that the weather is good.
(ক) If
(খ) unless
(গ) provided
(ঘ) until
উত্তরঃ গ। provided
২৬। “তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
(ক) অব্যয়ীভাব
(খ) দ্বিগু
(গ) নিত্য সমাস
(ঘ) বহুবীহি
উত্তরঃ খ। দ্বিগু
২৭। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
(ক) উপমান
(খ) উপমিত
(গ) কর্মধারয়
(ঘ) উপপদ তৎপুরুষ
উত্তরঃ ঘ। উপপদ তৎপুরুষ
২৮। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ
(ক) প্রভাত
(খ) স্বজন
(গ) বিমনা
(ঘ) নির্বিঘ্ন
উত্তরঃ গ। বিমনা
২৯। হাতি শব্দের সমর্থক নয় কোনটি ?
(ক) উরগ
(খ) কুঞ্জর
(গ) বারন
(ঘ) হস্তী
উত্তরঃ ক। উরগ
৩০। ‘কোরক‘ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
(ক) কুঁড়ি
(খ) কৃতকর্ম
(গ) কড়ি
(ঘ) কুহক
উত্তরঃ ক। কুঁড়ি
৩১। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না—
(ক) বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
(খ) বক্তার মেজাজকে স্পষ্ট করতে
(গ) শ্বাস বিরতির জায়গা দেখাতে
(ঘ) বাক্যকে অলংকৃত করতে
উত্তরঃ খ। বক্তার মেজাজকে স্পষ্ট করতে
৩২। ‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
(ক) বাড়তি বোঝা
(খ) রূপের মোহ
(গ) ভূমিকা
(ঘ) ফিটফাট
উত্তরঃ গ। ভূমিকা
৩৩। ‘মেঘ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) বারীদ
(খ) পাথার
(গ) অটবি
(ঘ) সলিল
উত্তরঃ ক। বারীদ
৩৪। ‘সোম’ শব্দের অর্থ কী?
(ক) কান্তি
(খ) শৈল
(গ) মিত্র
(ঘ) বিধু
উত্তরঃ ঘ। বিধু
৩৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ
(খ) চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে
(গ) সমুদয় পক্ষীই নীড় বাঁধে
(ঘ) দশচক্রে ঈশ্বর ভূত
উত্তরঃ গ। সমুদয় পক্ষীই নীড় বাঁধে
৩৬। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—
(ক) উপমান
(খ) রূপক
(গ) উপমেয়
(ঘ) উপমিত
উত্তরঃ খ। রূপক
৩৭। ‘কাচামিঠা” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) যা কাঁচা তাই মিঠা
(খ) কাঁচা ও মিঠা
(গ) কাঁচা হয়েও মিঠা
(ঘ) কাঁচা যে মিঠা
উত্তরঃ ঘ। কাঁচা যে মিঠা
৩৮। সমাস নিষ্পন্ন পদকে কি বলে ?
(ক) সমস্যমান পদ
(খ) সমস্ত পদ
(গ) ব্যাস বাক্য
(ঘ) বিগ্রহ বাক্য
উত্তরঃ খ। সমস্ত পদ
৩৯। একটি পত্রের প্রধান অংশ কয়টি?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) দুইটি
উত্তরঃ ঘ। দুইটি
৪০। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
(ক) ইন্দ-ইউরোপীয়
(খ) দ্রাবিড়
(গ) দক্ষিণ পুর্ব এশীয়
(ঘ) ইউরালীয়
উত্তরঃ ক। ইন্দ-ইউরোপীয়
৪১। শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন–
(ক) শষ্য, ভুবন, শ্ৰদ্ধাঞ্জলি
(খ) সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
(গ) মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
(ঘ) আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
উত্তরঃ ঘ। আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
৪২। শুদ্ধ বানান কোনটি?
(ক) দোর্গা
(খ) দোর্গ
(গ) দূর্বল
(ঘ) দুরন্ত
উত্তরঃ ঘ। দুরন্ত
৪৩। ‘বিদ্যান মুর্থ অপেক্ষা শ্ৰেষ্ঠতর’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
(ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
(খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠতর।
(গ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
(ঘ) বিদ্বান অপেক্ষা মূর্খ শ্ৰেষ্ঠ
উত্তরঃ গ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
৪৪। স্বেচ্ছাচারী ব্যক্তি” কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
(ক) বুদ্ধির ঢেকি
(খ) পোয়া বারো
(গ) ধর্মের ষাঁড়
(ঘ) রাহুর দশা
উত্তরঃ গ। ধর্মের ষাঁড়
৪৫। কোনটি সাধুরীতির শব্দ?
(ক) আজ
(খ) জোসনা
(গ) মিনতি
(ঘ) জল
উত্তরঃ খ। জোসনা
৪৬। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিন্হ ?
(ক) হাইফেন
(খ) সেমিকোলন
(গ) ড্যাশ
(ঘ) কমা
উত্তরঃ খ। সেমিকোলন
৪৭। দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
(ক) পরপদ
(খ) অন্য পদ
(গ) উভয় পদ
(ঘ) উভয়
উত্তরঃ ক। পরপদ
৪৮। ‘নবপৃথিবী’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) নব ও পৃথিবী
(খ) নব পৃথিবী যার
(গ) নব যে পৃথিবী
(ঘ) নব পৃথিবীর ন্যায়
উত্তরঃ গ। নব যে পৃথিবী
৪৯। শুদ্ধ বানান কোনটি?
(ক) শান্তনা
(খ) শান্তণা
(গ) সান্তনা
(ঘ) সান্ত্বনা
উত্তরঃ ঘ। সান্ত্বনা
৫০। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়—
(ক) সম্বোধন পদ
(খ) অব্যয়
(গ) সর্বনাম
(ঘ) ক্রিয়া
উত্তরঃ খ। অব্যয়
৫১। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি
(ক) চীন
(খ) যুক্তরাষ্ট্র
(গ) জাপান
(ঘ) ভারত
উত্তরঃ ক। চীন
৫২। কঙ্গোর রাজধানী কোনটি?
(ক) রুয়াল্ড
(খ) জাম্বিয়া
(গ) লুসাকা
(ঘ) কিনসাসা
উত্তরঃ ঘ। কিনসাসা
৫৩। বাংলাদেশের গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের—
(ক) সুন্দরপুর
(খ) হামছাপুর
(গ) সুন্দলপুর
(ঘ) জয়পুর
উত্তরঃ গ। সুন্দলপুর
৫৪। মহিলা বিশ্বকাপ ফুটবল–২০১১ বিজয়ী কোন দেশ?
(ক) জাপান
(খ) অস্ট্রেলিয়া
(গ) কানাডা
(ঘ) চীন
উত্তরঃ ক। জাপান
৫৫। ইন্টারনেটের জনক কে?
(ক) Vinton Gray Cerf
(খ) Vinton Gray
(গ) Bill Gates
(ঘ) Charles Babej
উত্তরঃ ক। Vinton Gray Cerf
৫৬। ফেয়ার ফ্যাক্স কি?
(ক) উন্নয়ন সংস্থা
(খ) N.G.O
(গ) তথ্য আদান প্রদান সন্থা
(ঘ) গোয়েন্দা সংস্থা
উত্তরঃ ঘ। গোয়েন্দা সংস্থা
৫৭। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন?
(ক) ৬ সেপ্টেম্বর
(খ) ৮ সেপ্টেম্বর
(গ) ৭ সেপ্টেম্বর
(ঘ) ৯ সেপ্টেম্বর
উত্তরঃ খ। ৮ সেপ্টেম্বর
৫৮। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
(ক) শিরিন সুলতানা
(খ) সালমা বেগম
(গ) শিরিন এবাদি
(ঘ) বেনজীর ভুট্টো
উত্তরঃ গ। শিরিন এবাদি
৫৯। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
(ক) ইস্তাম্বুল
(খ) কায়রো
(গ) হ্যামারফাস্ট
(ঘ) ট্রয়নগরী
উত্তরঃ ক। ইস্তাম্বুল
৬০। সুনামীর কারণ হলো–
(ক) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
(খ) ঘূর্ণিঝড়
(গ) সমুদ্রতলের ভূমিকম্প
(ঘ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
উত্তরঃ গ। সমুদ্রতলের ভূমিকম্প
৬১। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্নি বের হয় তা–
(ক) রঞ্জন রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) কসমিক রশ্মি
(ঘ) গামা রশ্মি
উত্তরঃ ঘ। গামা রশ্মি
৬২। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক (Hi-Tech Park) কোথায় অবস্থিত?
(ক) ঢাকা জেলার সাভার
(খ) গাজীপুর জেলার কালিয়াকৈর
(গ) সিলেট জেলার বিয়ানীবাজার
(ঘ) চট্টগ্রাম জেলার রাউজান
উত্তরঃ খ। গাজীপুর জেলার কালিয়াকৈর
৬৩। কে প্রমাণ করেণ যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?
(ক) স্যার আইজ্যাক নিউটন
(খ) এডিসন
(গ) স্যার রোনাল্ড রস
(ঘ) লুই পাস্তুর
উত্তরঃ গ। স্যার রোনাল্ড রস
৬৪। ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়?
(ক) সিনকোনা
(খ) পাথরকুচি
(গ) নীম গাছ
(ঘ) তুলসী গাছ
উত্তরঃ ক। সিনকোনা
৬৫। বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী কে?
(ক) মুসা ইব্রাহীম
(খ) মোহাম্মদ আবদুল মোহিত
(গ) মুহিত ইব্রাহিম
(ঘ) মোহাম্মদ মুসা
উত্তরঃ খ। মোহাম্মদ আবদুল মোহিত
৬৬। NASA (নাসা) কী?
(ক) বাতাস কেন্দ্র
(খ) মহাকাশ গবেষণা কেন্দ্র
(গ) হলিউডের অংশ
(ঘ) ভূমিকম্প কেন্দ্র
উত্তরঃ খ। মহাকাশ গবেষণা কেন্দ্র
৬৭। ২০১০ বিশ্বকাপ ফুটবলে ‘গোল্ডেনবুট’ পাওয়া খেলোয়াড় কে?
(ক) রোলান্দ
(খ) মেসি
(গ) তাবেজ
(ঘ) থমাস মুলার
উত্তরঃ ঘ। থমাস মুলার
৬৮। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি?
(ক) আগুন
(খ) পাথরের অন্ত্র
(গ) কৃষিকাজ
(ঘ) পশু শিকার
উত্তরঃ ক। আগুন
৬৯। ‘স্বোপার্জিত স্বাধীনতা’ স্থাপত্যটির স্থপতি কে?
(ক) আবদুল্লাহ খালিদ
(খ) শামীম সিকদার
(গ) হাশেম খান
(ঘ) আবু জাফর
উত্তরঃ খ। শামীম সিকদার
৭০। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
(ক) সোনারগাঁও
(খ) সাতগাঁও
(গ) নওগাঁ
(ঘ) মহাস্থানগড়
উত্তরঃ গ। নওগাঁ
৭১। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?
(ক) ভেড়ামারা
(খ) ঘোড়াশাল
(গ) আশুগঞ্জ
(ঘ) কাপ্তাই
উত্তরঃ ঘ। কাপ্তাই
৭২। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড‘ এর রচয়িতা কে?
(ক) নোয়েল কাউয়ার্ড
(খ) এলেন গিন্সবার্গ
(গ) বব ডিলান
(ঘ) কাউয়ার্ড নোয়েল
উত্তরঃ খ। এলেন গিন্সবার্গ
৭৩। বাকল্যান্ড বাধা কোন নদীর তীরে অবস্থিত?
(ক) বুড়িগঙ্গা
(খ) কর্ণফুলী
(গ) মধুমতী
(ঘ) মহানন্দী
উত্তরঃ ক। বুড়িগঙ্গা
৭৪। প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম
(ক) মাটির ময়না
(খ) মুক্তির গান
(গ) নরসুন্দর
(ঘ) রানওয়ে
উত্তরঃ ঘ। রানওয়ে
৭৫। বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে ?
(ক) কিউনিফর্ম লিপি
(খ) ল্যাটিন লিপি
(গ) ব্রাহ্মী লিপি
(ঘ) হায়ারোগ্লিফিক লিপি
উত্তরঃ গ। ব্রাহ্মী লিপি
৭৬। 3x + 4y = 14, 4x-3y = 2 এর সমাধান সেট কত হবে?
(ক) (2,3)
(খ) (2,2)
(গ) (3,2)
(ঘ) (3,3)
উত্তরঃ খ। (2,2)
৭৭। x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কি হবে?
(ক) বৃত্ত
(খ) পরাবৃত্ত
(গ) বক্ররেখা
(ঘ) মূল বিন্দুগামী সরলরেখা
উত্তরঃ ঘ। মূল বিন্দুগামী সরলরেখা
৭৮। ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর
(ক) ১২
(খ) ৮
(গ) ১৮
(ঘ) ১৪০
উত্তরঃ গ। ১৮
৭৯। একটি গোলকের ব্যাসার্ধ ৫ সে.মি. হলে এর পৃষ্টের কত ?
(ক) 100π বর্গ সেমি
(খ) 80π বর্গসেমি
(গ) 200π বর্গ সেমি
(ঘ) 300π বর্গ সেমি
উত্তরঃ ক। 100π বর্গ সেমি
৮০। একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি ও 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
(ক) 1200 বর্গ সেমি
(খ) 600 বর্গ সেমি
(গ) 48 বর্গসেমি
(ঘ) 2400 বর্গসেমি
উত্তরঃ ক। 1200 বর্গ সেমি
৮১। 5 + ৪ + 11 + 14 + … ধারাটির কোন পদ 302?
(ক) 101
(খ) 100
(গ) 102
(ঘ) 103
উত্তরঃ খ। 100
৮২। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(ক) ৯৮
(খ) ৯৯
(গ) ১০০
(ঘ) ১০১
উত্তরঃ গ। ১০০
৮৩। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গ.সা.গু. 4 হলে, ছোট সংখ্যাটি কত?
(ক) 20
(খ) 15
(গ) 24
(ঘ) 10
উত্তরঃ ক। 20
৮৪। বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদআসল কত হবে?
(ক) ১২৪৫টাকা
(খ) ১০০০টাকা
(গ) ১৫০০ টাকা
(ঘ) ৯৩২ টাকা
উত্তরঃ ঘ। ৯৩২ টাকা
৮৫। বুশরা, এষা ও প্রিতুই ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় । কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?
(ক) ২৫ মিনিট
(খ) ৫০ মিনিট
(গ) ৩০মিনিট
(ঘ) ৪০মিনিট
উত্তরঃ গ। ৩০মিনিট
৮৬। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, 3x/2 বৃহত্তম কোণটির মান কত?
(ক) 45°
(খ) 90°
(গ) 60°
(ঘ) 120°
উত্তরঃ খ। 90°
৮৭। ACB বৃত্তে AB জ্যা–এর মধ্যবিন্দু D, <ADC = ৯০°, DC = ২ সেমি. এবং বৃত্তটির ব্যাস ১০ সেমি হলে AB = কত?
(ক) ৮সেমি
(খ) ৯ সেমি
(গ) ৬ সেমি
(ঘ) ৪ সেমি
উত্তরঃ ক। ৮সেমি
৮৮। x=3+2√2 হলে x-1¬ এর সঠিক মান হবে?
(ক) 3+2√2
(খ) 3-2√2
(গ) √3+√2
(ঘ) √3-√2
উত্তরঃ খ। 3-2√2
৮৯। f(x) = (x-3) / (2x + 1) হলে, f(0) = কত?
(ক) 3
(খ) 1/3
(গ) -3
(ঘ) -1/3
উত্তরঃ গ। -3
৯০। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 41. সংখ্যা দুটির গুণফল 2011 সংখ্যা দুটি বর্গের বিয়োগফল কত?
(ক) 7
(খ) 9
(গ) 11
(ঘ) 13
উত্তরঃ খ। 9
৯১। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত?
(ক) 2/5
(খ) 3/4
(গ) 1/6
(ঘ) 4/3
উত্তরঃ ঘ। 4/3
৯২। tanϴ =5/12 হলে, sece ϴ= কত?
(ক) 5/13
(খ) 13/5
(গ) 12/13
(ঘ) 13/12
উত্তরঃ ঘ। 13/12
৯৩। x – 1/x = 3 হলে, x3 – 1/x3 এর মান কত?
(ক) 25
(খ) 18
(গ) 36
(ঘ) 15
উত্তরঃ গ। 36
৯৪। 1+2+3+………….+100=?
(ক) 4950
(খ) 4850
(গ) 5050
(ঘ) 5060
উত্তরঃ গ। 5050
৯৫। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার,প্রস্থ ৪ মিটার,উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
(ক) ৬০ লিটার
(খ) ৬০০০০ লিটার
(গ) ৬০০ লিটার
(ঘ) ৬০০০ লিটার
উত্তরঃ খ। ৬০০০০ লিটার
৯৬। পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স?
(ক) ২৫
(খ) ৩১
(গ) ২১
(ঘ) ৩২
উত্তরঃ খ। ৩১
৯৭। দুটি সংখ্যার গ.সা.গু যথাক্রমে ১৫ ও ২২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
(ক) ৭৫
(খ) ২২৫
(গ) ১৫
(ঘ) ২৫
উত্তরঃ ক। ৭৫
৯৮। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার ,৪ মিটার ও ২০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(ক) ১২ বর্গমিটার
(খ) ২৪ বর্গমিটার
(গ) ১০ বর্গমিটার
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ঘ। কোনটিই নয়
৯৯। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি ,১৮ সে.মি এবং এদের মধ্যবর্তী দুরুত্ব ১০ সে.মি. হলে, ক্ষেত্রফল ?
(ক) ১৫০ বর্গমিটার
(খ) ১৫০ বর্গসেমি
(গ) ১৫০ বর্গএকক
(ঘ) কোনটি ই নয়
উত্তরঃ খ। ১৫০ বর্গসেমি
১০০। x2+x-(a+1)(a+2)-এর উৎপাদক –
(ক) (x-a- 1)(x-a+1)
(খ) (x+a+1)(x-a- 2)
(গ) (x-a- 1)(x+a+2)
(ঘ) (x-a- 1)(x-a-1)
উত্তরঃ ঘ। (x-a- 1)(x-a-1)
Post Views: 2,487
hello ami 25 paisi